X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

ডিএনসিসি-বোরাককে চুক্তি চূড়ান্তের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৩, ১৮:৩৩আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১৮:৩৩

রাজধানীর বনানীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জমির ওপর বোরাক রিয়েল এস্টেট লিমিটেডের নির্মিত বহুতল ভবন বণ্টনের চুক্তি চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আর ৯ অক্টোবর মামলার পরবর্তী শুনানি ও আদেশের জন্য দিন ধার্য করেছেন আদালত।

এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২৯ আগস্ট) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বোরাক রিয়েল এস্টেটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ বি এম আলতাফ হোসেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. আবু তালেব।

ডিএনসিসির পক্ষে ছিলেন আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম নীলিম। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আইনজীবী ছিলেন ইমাম হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সাইফুদ্দিন খালেদ।

শুনানিতে সিটি করপোরেশনের আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম বলেন, বোরাকের সঙ্গে এই ভবন নির্মাণ নিয়ে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অবহিত করেছি। এ ছাড়া সিটি করপোরেশনের জায়গায় যতগুলো ভবন নির্মিত হয়েছে, কোনোটিতেই ২২ শতাংশের বেশি সিটি করপোরেশন পায়নি। বোরাক থেকে এই ভবনের প্রথমাংশের ৩০ শতাংশ পেয়েছি। আর ওপরের ১৫ থেকে ২৮ তলা পর্যন্ত ৪০ শতাংশ চুক্তিবদ্ধ হয়েছি।

এ ছাড়া ভবনের কমন স্পেস, দোকানপাট মিলিয়ে গড়ে ৫৫ থেকে ৬০ শতাংশের মালিকানা সিটি করপোরেশনের হয়েছে। এই চুক্তিতে আমরা সন্তুষ্ট। এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছি। তারা অনুমোদন দিলেই হয়ে যায়।

অন্যদিকে বোরাক রিয়েল এস্টেটের আইনজীবী এ বি এম আলতাফ হোসেন বলেন, যেহেতু বিষয়টি একটি সেটেলমেন্টে এসেছে। এখন কোর্টের একটা আদেশ পেলে তাদের পাওনা বুঝিয়ে দেবো। 

আদালতকে উদ্দেশ করে তিনি বলেন, আপনাদের একটা আদেশ পেলে ২০১৫ সাল থেকে পেন্ডিং থাকার বিষয়টির সমাধান হবে।

এ সময় সিটি করপোরেশনের আইনজীবীকে উদ্দেশ করে আদালত বলেন, তারা (বোরাক) তো দিতে প্রস্তুত। এখন আপনারা একটা ফাইনাল চুক্তি প্রস্তুত করে নিয়ে আসেন। পরে আদালত ৯ অক্টোবর দিন ঠিক করে দেন।

এর আগে ‘সরকারি জমিতে পাঁচ তারকা হোটেল’ শিরোনামে ১ জুন প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়। সেই প্রতিবেদন যুক্ত করে গত ১১ জুন রিট করেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। সেই রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেন আদালত।

স্থানীয় সরকার সচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র এবং বোরাক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডকে রুলের জবাব দিতে বলা হয়। সেই রুলের শুনানি নিয়ে আদালত আজ এ আদেশ দেন।

এই প্রতিবেদনে বলা হয়, রাজধানীর বনানীতে সিটি করপোরেশনের জায়গায় বহুতল ভবন নির্মাণের জন্য ঢাকা সিটি করপোরেশন ও বোরাক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের মধ্যে চুক্তিতে দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয়।

/বিআই/এনএআর/
সম্পর্কিত
সাবেক এমপি শামীমা কারাগারে
বিশেষ অভিযানে মোহাম্মদপুরে ১৬ জন গ্রেফতার
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি জাফর 
সর্বশেষ খবর
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ালো শারমিনরা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ালো শারমিনরা
সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন তদন্তে তিন উপদেষ্টার কমিটি
সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন তদন্তে তিন উপদেষ্টার কমিটি
ভুটানকে অনায়াসে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ভুটানকে অনায়াসে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
৩ দিনের তাপপ্রবাহে অতিষ্ট জনজীবন, সোমবার থেকে কমতে পারে
৩ দিনের তাপপ্রবাহে অতিষ্ট জনজীবন, সোমবার থেকে কমতে পারে
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ