X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

তারেক রহমান যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে আছেন: পররাষ্ট্র সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২৩, ২২:২৪আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ২২:২৭

বিএনপি নেতা তারেক রহমান যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। ওই দেশে যেসব বাংলাদেশি আসামি অবস্থান করছে, তাদের ফেরত আনার আইনি প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মানেন্ট সেক্রেটারি ফিলিপ বার্টনের সঙ্গে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে পঞ্চম কৌশলগত সংলাপের পর তারেক রহমানের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পররাষ্ট্র সচিব বলেন, ‘আমাদের জানা মতে, তিনি (তারেক রহমান) রাজনৈতিক আশ্রয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন।’

তারেক রহমানকে ফেরত আনার বিষয়ে মাসুদ বিন মোমেন বলেন, ‘তাদের (যুক্তরাজ্য) সঙ্গে আমাদের যে আইনি মেকানিজমগুলো আছে, সেটি নিয়ে আমরা আলোচনা করেছি। মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স, ডিপোর্টেশন, এক্সট্রাডিশন নিয়ে বিভিন্ন সংস্থার মধ্যে আলোচনা চলছে।’

মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স ও এক্সট্রাডিশন চুক্তির কী অবস্থা জানতে চাইলে তিনি বলেন, ‘এটি আমাদের আইনি বিবেচনায় আছে এবং তারাও বিবেচনা করছে। কিন্তু সই করার পর্যায়ে আসেনি। বিভিন্ন যে প্রক্রিয়াগুলো আছে সেটি সম্পন্ন করা হচ্ছে।’

এবারের কৌশলগত সংলাপে জলবায়ু পরিবর্তন, অভিবাসন, অর্থনৈতিক উন্নয়ন, ইন্দো-প্যাসিফিক, বাণিজ্য ও বিনিয়োগ, সাইবার সিকিউরিটি, সুশাসন, মানবাধিকার, নির্বাচন নিয়ে আলাপ হয়েছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘আমরা সব বিষয়ে তাদের কাছে আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি।’

সিদ্ধান্ত

এবারের বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘একাধিক মেকানিজম নিয়ে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। যুক্তরাজ্যের সঙ্গে একটি এসওপি আমরা শিগগিরই সই করবো, যাতে করে যারা ওই দেশে ভিসার বাইরে রয়েছে, বা যারা অবৈধভাবে অবস্থান করছে, তাদের কীভাবে আমরা নিয়ে আসতে পারি।’

অভিবাসন নিয়ে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ করতে যুক্তরাজ্য সম্মত হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমাদের কিছু শিক্ষার্থী ও শ্রমিক সেখানে যাচ্ছে। সেটিকে আরও যাতে বাড়ানো যায়, সে বিষয়ে আমরা আলোচনা করেছি।’

অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির জন্য যুক্তরাজ্য একটি সমঝোতা স্মারক সই করতে আগ্রহী বলে জানিয়ে তিনি বলেন, ‘কীভাবে রাজস্ব বাড়ানো যায়, সক্ষমতা কীভাবে আরও বৃদ্ধি করা যায়, সে বিষয়ে তাদের আগ্রহ রয়েছে।’

নির্বাচন

নির্বাচন নিয়ে যুক্তরাজ্য সহযোগিতা করতে চাইলেও বাংলাদেশ সেটি নিতে রাজি নয়, জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘তারা বলেছে কোনও সহযোগিতা প্রয়োজন হলে তারা দিতে রাজি আছে। কিন্তু আমরা বলেছি, এটি আমাদের নিজস্ব বিষয়। আমরা আগেও নির্বাচন করেছি এবং আমাদের স্বাধীন নির্বাচন কমিশন একটি আইনের মাধ্যমে করা হয়েছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য তারা যথেষ্ট সক্ষম।’

পররাষ্ট্র সচিব আরও বলেন, ‘নির্বাচনের বিষয়ে যুক্তরাজ্যের স্বাভাবিকভাবেই আগ্রহ আছে। তারা একটি সুষ্ঠু, অবাধ ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায় এবং সবাই যেন সেখানে অংশগ্রহণ করে। আমরা পুনর্ব্যক্ত করেছি যে, আমরা প্রতিশ্রুতিবদ্ধ— অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে।’ আমাদের নির্বাচন কমিশন ইতোমধ্যে অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছে বলে তিনি জানান।

যুক্তরাজ্য অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছে উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, ‘অংশগ্রহণের বিভিন্ন অর্থ আছে। এর অর্থ হতে পারে জনগণ সবাই ভোট দেবে। কিন্তু কোনও দল অংশগ্রহণ করবে কিনা, সেটি তাদের নিজস্ব বিষয়।’

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
তারেক রহমানের এপিএসসহ ৭ জনের অভিযোগ গঠন শুনানি অব্যাহত
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন সাদিক খান
সর্বশেষ খবর
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
অনেক জায়গায় উন্নতির প্রয়োজন মনে করছেন শান্ত
অনেক জায়গায় উন্নতির প্রয়োজন মনে করছেন শান্ত
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের