X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

তারেক রহমান যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে আছেন: পররাষ্ট্র সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২৩, ২২:২৪আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ২২:২৭

বিএনপি নেতা তারেক রহমান যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। ওই দেশে যেসব বাংলাদেশি আসামি অবস্থান করছে, তাদের ফেরত আনার আইনি প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মানেন্ট সেক্রেটারি ফিলিপ বার্টনের সঙ্গে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে পঞ্চম কৌশলগত সংলাপের পর তারেক রহমানের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পররাষ্ট্র সচিব বলেন, ‘আমাদের জানা মতে, তিনি (তারেক রহমান) রাজনৈতিক আশ্রয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন।’

তারেক রহমানকে ফেরত আনার বিষয়ে মাসুদ বিন মোমেন বলেন, ‘তাদের (যুক্তরাজ্য) সঙ্গে আমাদের যে আইনি মেকানিজমগুলো আছে, সেটি নিয়ে আমরা আলোচনা করেছি। মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স, ডিপোর্টেশন, এক্সট্রাডিশন নিয়ে বিভিন্ন সংস্থার মধ্যে আলোচনা চলছে।’

মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স ও এক্সট্রাডিশন চুক্তির কী অবস্থা জানতে চাইলে তিনি বলেন, ‘এটি আমাদের আইনি বিবেচনায় আছে এবং তারাও বিবেচনা করছে। কিন্তু সই করার পর্যায়ে আসেনি। বিভিন্ন যে প্রক্রিয়াগুলো আছে সেটি সম্পন্ন করা হচ্ছে।’

এবারের কৌশলগত সংলাপে জলবায়ু পরিবর্তন, অভিবাসন, অর্থনৈতিক উন্নয়ন, ইন্দো-প্যাসিফিক, বাণিজ্য ও বিনিয়োগ, সাইবার সিকিউরিটি, সুশাসন, মানবাধিকার, নির্বাচন নিয়ে আলাপ হয়েছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘আমরা সব বিষয়ে তাদের কাছে আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি।’

সিদ্ধান্ত

এবারের বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘একাধিক মেকানিজম নিয়ে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। যুক্তরাজ্যের সঙ্গে একটি এসওপি আমরা শিগগিরই সই করবো, যাতে করে যারা ওই দেশে ভিসার বাইরে রয়েছে, বা যারা অবৈধভাবে অবস্থান করছে, তাদের কীভাবে আমরা নিয়ে আসতে পারি।’

অভিবাসন নিয়ে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ করতে যুক্তরাজ্য সম্মত হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমাদের কিছু শিক্ষার্থী ও শ্রমিক সেখানে যাচ্ছে। সেটিকে আরও যাতে বাড়ানো যায়, সে বিষয়ে আমরা আলোচনা করেছি।’

অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির জন্য যুক্তরাজ্য একটি সমঝোতা স্মারক সই করতে আগ্রহী বলে জানিয়ে তিনি বলেন, ‘কীভাবে রাজস্ব বাড়ানো যায়, সক্ষমতা কীভাবে আরও বৃদ্ধি করা যায়, সে বিষয়ে তাদের আগ্রহ রয়েছে।’

নির্বাচন

নির্বাচন নিয়ে যুক্তরাজ্য সহযোগিতা করতে চাইলেও বাংলাদেশ সেটি নিতে রাজি নয়, জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘তারা বলেছে কোনও সহযোগিতা প্রয়োজন হলে তারা দিতে রাজি আছে। কিন্তু আমরা বলেছি, এটি আমাদের নিজস্ব বিষয়। আমরা আগেও নির্বাচন করেছি এবং আমাদের স্বাধীন নির্বাচন কমিশন একটি আইনের মাধ্যমে করা হয়েছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য তারা যথেষ্ট সক্ষম।’

পররাষ্ট্র সচিব আরও বলেন, ‘নির্বাচনের বিষয়ে যুক্তরাজ্যের স্বাভাবিকভাবেই আগ্রহ আছে। তারা একটি সুষ্ঠু, অবাধ ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায় এবং সবাই যেন সেখানে অংশগ্রহণ করে। আমরা পুনর্ব্যক্ত করেছি যে, আমরা প্রতিশ্রুতিবদ্ধ— অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে।’ আমাদের নির্বাচন কমিশন ইতোমধ্যে অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছে বলে তিনি জানান।

যুক্তরাজ্য অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছে উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, ‘অংশগ্রহণের বিভিন্ন অর্থ আছে। এর অর্থ হতে পারে জনগণ সবাই ভোট দেবে। কিন্তু কোনও দল অংশগ্রহণ করবে কিনা, সেটি তাদের নিজস্ব বিষয়।’

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
ভারত ও যুক্তরাজ্যের ‘ঐতিহাসিক’ বাণিজ্য চুক্তি, কমবে শুল্ক
খালেদা জিয়াকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স কাতা‌রে পৌঁ‌ছে‌ছে
ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়েছে খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স
সর্বশেষ খবর
সরকার আ.লীগ নিষিদ্ধ করার দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে: প্রেস উইং
সরকার আ.লীগ নিষিদ্ধ করার দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে: প্রেস উইং
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ শুরু
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ শুরু
আগুনে পুড়ে গেছে রাজবাড়ীর এক ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার
আগুনে পুড়ে গেছে রাজবাড়ীর এক ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার
বায়তুল মোকাররম থেকে যমুনার পথে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা
বায়তুল মোকাররম থেকে যমুনার পথে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ