X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

সংস্কৃতিতে ধর্মান্ধতা প্রতিরোধে আয়শা খানমের অবদান অপরিসীম 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:০২আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:০২

বাংলাদেশ মহিলা পরিষদের সাবেক সভাপতি ও নারী নেত্রী আয়শা খানম সংস্কৃতি অঙ্গনে ধর্মান্ধতার উপস্থিতি প্রতিরোধে অপরিসীম অবদান রেখেছেন। তিনি পরিবর্তিত সামাজিক, রাজনৈতিক পরিস্তিতিতে পশ্চাৎপদ নারীদের কল্যাণে নারীর জাগরণ তৈরির জন্য কাজ করে গেছেন। আয়শা খানম একজন বিদ্রোহী ও সাহসী অগ্নি মশাল ছিলেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) শাহবাগে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘আয়শা খানম স্মারকগ্রন্থ-মুক্তিপথের অনিঃশেষ অভিযাত্রী’ এর প্রকাশনা অনুষ্ঠানে এসব বলেন বক্তারা। আয়শা খানম স্মারকগ্রন্থ সম্পাদনা পরিষদ-নাগরিক কমিটি অনুষ্ঠানের আয়োজক ।

সভাপতির বক্তব্যে মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, আয়শা খানমের কথা বলার সাহস আজও অনুপ্রেরণা যোগায়। তিনি নীতিনির্ধারকদের উদ্দেশ্যে প্রয়োজনীয় বক্তব্য জোরালোভাবে তুলে ধরতেন। কবি সুফিয়া কামালের মৃত্যুর পর নারী আন্দোলনকারী হিসেবে মুক্তিযুদ্ধের স্বপক্ষে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নেতৃত্ব ধরে রেখেছিলেন তিনি।

মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, আয়শা খানমের জীবন প্রবাহিত হয়েছে সমতা ও অগ্রসরতার মধ্য দিয়ে। বইটির মাধ্যমে আয়শাকে দেখার পাশাপাশি আয়শার সময়ের সমাজের পরিস্থিতিকে পরীবীক্ষণ করা যাবে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, এ দেশের নারী আন্দোলনের নেত্রী হিসেবে তিনি অক্ষয় হয়ে থাকবেন। আয়শা খানম ছিলেন এক বিদ্রোহী ও সাহসী অগ্নিমশাল।

মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও লেখক মফিদুল হক বলেন, পরিবর্তিত সামাজিক, রাজনৈতিক প্রেক্ষাপটে সমাজের পশ্চাৎপদ নারীদের কল্যাণ ও নারী আন্দোলনকে সংগঠিত করতে তার জীবনদর্শন ও দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে এই স্মারকগ্রন্থে।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর বলেন, বর্তমান জটিল পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার পাশাপাশি সংস্কৃতিতে ধর্মান্ধতার উপস্থিতি প্রতিরোধের আন্দোলনে আয়শা খানমকে সহযোদ্ধা, অভিভাবক হিসেবে পাই।

আয়শা খানমের পরিবারের সদস্য সৈয়দা মুনিরা আক্তার বলেন, যে কোনও লক্ষ্য স্থির করে তা পূরণের দৃঢ় প্রতিজ্ঞা ছিলো তার মধ্যে। বাংলাদেশ আজ বর্হিবিশ্বে প্রশংসিত হচ্ছে। কারণ আমরা আন্দোলনের মাধ্যমে সবাইকে সম্পৃক্ত করতে পেরেছিলাম।

অনুষ্ঠানের শেষ দিকে ‘আয়শা খানম স্মারকগ্রন্থ-মুক্তিপথের অনিঃশেষ অভিযাত্রী’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চিত্রকলা বিভাগের সহযোগী অধ্যাপক ও কার্টুনিষ্ট শিশির ভট্টাচার্যের আয়শা খানমকে নিয়ে আকা প্রতিকৃতি তার কন্যা উর্মি খানের হাতে তুলে দেন সুলতানা কামাল।

 

 

/এএজে//এসপি/
সম্পর্কিত
স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও ককটেলসহ গ্রেফতার ৭
রামপুরায় রিকশাচালকের রহস্যজনক মৃত্যু
তেল বিক্রির কমিশন ৭ শতাংশ করাসহ ১০ দাবি পেট্রোল পাম্প মালিকদের
সর্বশেষ খবর
জাতীয় কারাতে প্রতিযোগিতায় খেলোয়াড়-সমর্থকদের সংঘর্ষে আহত ৩
জাতীয় কারাতে প্রতিযোগিতায় খেলোয়াড়-সমর্থকদের সংঘর্ষে আহত ৩
রাজশাহীতে মকবুল হত্যা মামলার পাঁচ আসামিকে কক্সবাজার থেকে গ্রেফতার
রাজশাহীতে মকবুল হত্যা মামলার পাঁচ আসামিকে কক্সবাজার থেকে গ্রেফতার
এলডিসি গ্র্যাজুয়েশনে দ্রুত ও সমন্বিত উদ্যোগের আহ্বান প্রধান উপদেষ্টার
এলডিসি গ্র্যাজুয়েশনে দ্রুত ও সমন্বিত উদ্যোগের আহ্বান প্রধান উপদেষ্টার
আ.লীগ নিষিদ্ধের উদ্যোগ আরও আগেই নেওয়া উচিত ছিল: এ্যানি
আ.লীগ নিষিদ্ধের উদ্যোগ আরও আগেই নেওয়া উচিত ছিল: এ্যানি
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ