X
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
১৫ অগ্রহায়ণ ১৪৩০

বৈধ অস্ত্রধারীদের তথ্য সংগ্রহ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

রিয়াদ তালুকদার
১৫ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৫৯আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৫৯

বৈধ লাইসেন্সধারীদের অস্ত্রের হালনাগাদ তথ্য সংগ্রহ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে বিভাগীয় কমিশনারদের মাধ্যমে বিভিন্ন জেলায় নতুন করে বৈধ লাইসেন্সধারী অস্ত্র ব্যবহারকারীদের হালনাগাদ তথ্য চাওয়া হয়েছে। ডিজিটাল আর্মস ম্যানেজমেন্ট সিস্টেমে (ডিএএমএস) ডাটা এন্ট্রির জন্য বেশ কিছু তথ্য চাওয়া হয়েছে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে জেলার জুডিসিয়াল মুনশিখানা শাখায় তথ্য দেওয়ার জন্য বলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তথ্য সংগ্রহের কাজে অবগত থাকার জন্য বিভাগীয় কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা তথ্য কর্মকর্তা, আইসিসি অধিদফতরের জেলা কার্যালয়ের প্রোগ্রামার, সংশ্লিষ্ট এলাকার থানাগুলোর বিভাগীয় ইনচার্জ এবং লাইসেন্সধারী ব্যক্তিদের চিঠি দেওয়া হয়েছে।

ডিজিটাল আর্মস ম্যানেজমেন্ট সিস্টেমে ডাটা এন্ট্রির জন্য লাইসেন্সধারী ব্যক্তির লাইসেন্স নম্বর, এনআইডি নম্বর, জন্মনিবন্ধন যদি থাকে, আয়কর সনদ, মোবাইল নম্বর, ইমেইল, রক্তের গ্রুপ, স্বাক্ষর ও পাসপোর্ট সাইজের দুই কপি ছবি জমা দেওয়ার জন্য চিঠিতে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট জেলার জুডিসিয়াল মুনশিখানা শাখায় এসব কাগজপত্র জমা দিতে হবে।

সংশ্লিষ্ট আরেকটি সূত্রের দাবি, নির্বাচনকে সামনে রেখে বৈধ অস্ত্রের ব্যবহারকারীরা কেউ যাতে কোনও ধরনের অবৈধ কর্মকাণ্ড করতে না পারে, বা কেউ কোনও  অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটালে তাকে যেন শনাক্ত করা যায়, সে কারণেই তথ্যগুলো চাওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, লাইসেন্স করা অস্ত্র থাকার পরও যদি কেউ নতুন করে তথ্য না দেয় এবং ডাটা সিস্টেমে লিপিবদ্ধ না করে, তাহলে পরবর্তী সময়ে  নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে কাজ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনেক ক্ষেত্রেই দেখা যায়, অস্ত্রের লাইসেন্স নবায়নের কাজটি অনেকেই করেন না। এতে অস্ত্র হাত বদল কিংবা যেকোনও ধরনের অপরাধে ব্যবহার করার সুযোগ থাকে। এসব বিবেচনায় বৈধ অস্ত্রধারীদের জন্য ডিজিটাল আর্মস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে সবাইকে ডাটা এন্ট্রি করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট জেলা ও উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে বিষয়টি মনিটরিং করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন এই সিস্টেমে ডাটা এন্ট্রি সম্ভব না হলে পরবর্তী সময়ে লাইসেন্স নবায়ন কিংবা বিভিন্ন ক্ষেত্রে জটিলতা সৃষ্টির সম্ভাবনা থেকে যায় বলে জানান তিনি।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মনিপুর ও মিয়ানমারে লুট হওয়া অস্ত্র সীমান্ত পেরিয়ে দেশে ঢোকার শঙ্কা
নির্বাচনের নতুন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় দিবসখুলনা বিশ্ববিদ্যালয়কে স্মার্ট হিসেবে গড়ে তোলার প্রত্যাশা
সর্বশেষ খবর
ঋণখেলাপি প্রার্থীদের পেছনে ব্যাংকগুলোকে লেগে থাকার নির্দেশ
ঋণখেলাপি প্রার্থীদের পেছনে ব্যাংকগুলোকে লেগে থাকার নির্দেশ
বিএনপিকে ছাড়াই চললো নির্বাচনি ট্রেন
বিএনপিকে ছাড়াই চললো নির্বাচনি ট্রেন
গাজায় যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে কূটনৈতিক উদ্যোগ
গাজায় যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে কূটনৈতিক উদ্যোগ
শাহজাহান ওমরের বাড়ি থেকে নামানো হয়েছে বিএনপির সাইনবোর্ড
শাহজাহান ওমরের বাড়ি থেকে নামানো হয়েছে বিএনপির সাইনবোর্ড
সর্বাধিক পঠিত
সহকর্মীকে গোপনে বিয়ে, প্রথম স্ত্রীর মামলায় প্রভাষক কারাগারে
সহকর্মীকে গোপনে বিয়ে, প্রথম স্ত্রীর মামলায় প্রভাষক কারাগারে
আজকের আবহাওয়া: সুস্পষ্ট লঘুচাপের সর্বশেষ আপডেট
আজকের আবহাওয়া: সুস্পষ্ট লঘুচাপের সর্বশেষ আপডেট
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন প্রতিমন্ত্রী ও তার ছেলে
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন প্রতিমন্ত্রী ও তার ছেলে
পিটার হাস আচরণের সীমা মেনে চলবেন আশা করে সরকার: ওবায়দুল কাদের
পিটার হাস আচরণের সীমা মেনে চলবেন আশা করে সরকার: ওবায়দুল কাদের
পাহাড়ি জনপদে চোখ ধাঁধানো উন্নয়ন, বাড়ছে পর্যটক
পাহাড়ি জনপদে চোখ ধাঁধানো উন্নয়ন, বাড়ছে পর্যটক