X
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩
১৯ অগ্রহায়ণ ১৪৩০

ব্যাংকে ঢুকে টাকা ছিনতাই, পুলিশ সদস্যসহ গ্রেফতার ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২৩, ২১:০৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ২১:২৫

রাজধানীর পল্টনে আইএফআইসি ব্যাংকের ভেতরে ঢুকে টাকা জমা দিতে যাওয়া ব্যক্তিকে টেনেহিঁচড়ে বাইরে বের করে ২০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই পুলিশ সদস্যসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কেড়ে নেওয়া ২০ লাখ টাকাও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) তাদের গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পল্টন থানায় একটি দস্যুতার মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন।

তিনি বলেন, এ ঘটনায় দুই পুলিশ সদস্য জড়িত ছিল। তাদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া যে প্রতিষ্ঠানের টাকা ব্যাংকে জমা দেওয়া হচ্ছিল সেই প্রতিষ্ঠানের এক কর্মচারীকেও গ্রেফতার করা হয়েছে। সে-ই মূলত এই ঘটনার মূল পরিকল্পনাকারী এবং ২ পুলিশ সদস্য ওই ব্যক্তির কাছ থেকে (পুলিশ পরিচয়ে) টাকাগুলো কেড়ে নিয়ে চলে যায়। এছাড়া বাকি দুজন টাকা জমা দেওয়া ব্যক্তির গতিবিধি সম্পর্কে ছিনতাইয়ে সরাসরি জড়িতদের তথ্য দেয়।

দুই পুলিশ সদস্য সরাসরি এই দস্যুতার ঘটনার সঙ্গে জড়িত। তারা ডেমরা পুলিশ লাইনে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তারা দুজনই কনস্টেবল পদমর্যাদার। একজন মাহবুব ও আরেকজন আসিফ। দুই পুলিশ সদস্য ছাড়া অন্য তিন জন হলো—ফুটপাতের হকার হৃদয় ও তার সহযোগী রঞ্জু। যে প্রতিষ্ঠানের টাকা জমা দেওয়া হচ্ছিল সেই প্রতিষ্ঠানের কর্মচারী সোহেলকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন বলেন, দুই পুলিশ সদস্যের কাছ থেকে দশ লাখ টাকা এবং যে প্রতিষ্ঠানের ব্যবসায়ীর টাকা ছিনতাই ঘটনা ঘটেছিল সেই প্রতিষ্ঠানের কর্মচারী সোহেলের কাছ থেকে দশ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

পল্টন থানা পুলিশ বলছে, আজিম উদ্দিন নামে একজন ব্যবসায়ীর কর্মচারী দুপুরে ওই ব্যাংকে ২০ লাখ টাকা জমা দিতে আসেন। এ সময় তিনি টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়ালে পুলিশের ইউনিফর্ম পরা দুই ব্যক্তি তাকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে গিয়ে তার কাছে থাকা ২০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

/আরটি/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সমাবেশের অনুমতি চেয়ে রিটার্নিং কর্মকর্তাকে আ.লীগের চিঠি
সিএনজি প্রতিস্থাপনে ১১৩ কোটি টাকার ঘুষ বাণিজ্য!
গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন
সর্বশেষ খবর
গাইবান্ধার ৫ আসনে মনোনয়নপত্র বাতিল ১৬, স্থগিত ১৮
গাইবান্ধার ৫ আসনে মনোনয়নপত্র বাতিল ১৬, স্থগিত ১৮
মুন্সীগঞ্জে তিন আসনে বর্তমান এমপিসহ ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল
মুন্সীগঞ্জে তিন আসনে বর্তমান এমপিসহ ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল
পিরোজপুরের ৩ আসনে বাদ পড়েছেন ১০ প্রার্থী
পিরোজপুরের ৩ আসনে বাদ পড়েছেন ১০ প্রার্থী
সংসদ সদস্য সেলিনা ইসলামের মনোনয়নপত্র বাতিল
সংসদ সদস্য সেলিনা ইসলামের মনোনয়নপত্র বাতিল
সর্বাধিক পঠিত
একবছরে এক শিক্ষকের ১০২টি গবেষণাপত্র, প্রতিটি তৈরিতে লেগেছে তিন দিন!
একবছরে এক শিক্ষকের ১০২টি গবেষণাপত্র, প্রতিটি তৈরিতে লেগেছে তিন দিন!
কক্সবাজার সৈকতে ভেসে আসা ২ লাশের পরিচয় মিলেছে
কক্সবাজার সৈকতে ভেসে আসা ২ লাশের পরিচয় মিলেছে
আজকের আবহাওয়া: গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ পরিণত
আজকের আবহাওয়া: গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ পরিণত
ক্রেডিট কার্ডের টাকা না দেওয়ায় ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
ক্রেডিট কার্ডের টাকা না দেওয়ায় ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
নতুন শিক্ষাক্রম নিয়ে ব্যাপক মিথ্যাচার করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
নতুন শিক্ষাক্রম নিয়ে ব্যাপক মিথ্যাচার করা হচ্ছে: শিক্ষামন্ত্রী