X
মঙ্গলবার, ২০ মে ২০২৫
৬ জ্যৈষ্ঠ ১৪৩২

পল্লবী থানার দুই মামলায় বিএনপির ৩২ নেতাকর্মী কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫০

রাজধানীর মিরপুরে শ্রমিক দল নেতার বাবার মৃত্যুবার্ষিকীতে অংশ নিতে গিয়ে গ্রেফতার শ্রমিক দলের ৩২ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহাম্মদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা যায়, শনিবার (২৩ সেপ্টেম্বর) পল্লবী থানার ২ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক নিয়ামত আলী তার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ বাড়িতে মিলাদ ও দোয়ার আয়োজন করেন। এতে পল্লবী থানা শ্রমিক দল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া শেষে একটি কক্ষ থেকে দলটির ৩২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

এর মধ্যে ১৬ জনকে গত ৩১ মার্চ বিএনপির একটি সভায় নিউজ টোয়েন্টিফোরের ক্যামেরা ভাঙচুর ও ক্যামেরা পারসনকে মারধরের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন— মো. নেয়ামত আলী খান, মো. জহিরুল ইসলাম, শহিদুল ইসলাম, রজ্জুব মিয়া, মো. পারভেজ,  মাসুম মিয়া, মাসুম ফকির, জাহাঙ্গীর আলম, আরিফ,  মোস্তফা, সোহেল বেপারী, মো. আলম, মো. ফরিদ, আ. হালিম, মো. হাসান ও বিল্লাল হোসেন।

এ মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৩১ মার্চ নিউজ টোয়েন্টিফোর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আমন্ত্রণে মিরপুরে একটি ইফতার মাহফিলে সংবাদ সংগ্রহের জন্যে রিপোর্টার এবং ক্যামেরা পারসন সেখানে যান। সে অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংবাদ সংগ্রহের জন্য টেলিভিশনের ক্যামেরা পারসন যখন ফুটেজ সংগ্রহ করছিলেন, তখন  আনুমানিক বিকাল ৫টা ২০ মিনিটে অতর্কিতভাবে সেখানকার অজ্ঞাত লোকজন টেলিভিশনের ক্যামেরা পারসন মো. ইব্রাহিম খলিলকে শরীরের বিভিন্ন স্থানে কিলঘুষি মেরে গুরুতর জখম করে। এ ঘটনায় নিউজ টোয়েন্টিফোরের ব্যবস্থাপক নাফিজ আজিম বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন।

অপরদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলার অন্য একটি মামলায় শ্রমিক দল ও যুবদলের অপর ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আসামিরা হলেন— আপন মিয়া (২৪),আল আমিন শেখ (৪৫), সোলায়মান হক (৩৫),নাঈম আহম্মেদ (২১),খোকন মিয়া (৫০), মো. নাসিম (২৫), মো. কবির হোসেন (৩৫), মো. হারেছ (৪৫), মো. মোহন (২৮), মো. মামুন (৩৮),খলিলুর রহমান (৪৪),নূরে আলম (২৭), পবিত্র দেব শর্মা (১৯),ইমন (১৯),মনির (২৩) ও  আতিকুর রহমান (১৯)।

এ মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর দুপুর ১টা ৪০ মিনিটে পল্লবীতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাতীয় সংসদের সাবেক উপনেতা সাজেদা চৌধুরীর স্মরণ সভা ও কুলখানির উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমবেত হন। এ সময় অজ্ঞাতনামা ১৫০-২০০ জন আসামি লোহার রড লাঠিসোঠা ও ইটের টুকরা নিয়ে রাস্তা আটকিয়ে তাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়।

এ ঘটনায় পল্লবী থানার এসআই  মো. সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

/এমকেআর/এপিএইচ/
সম্পর্কিত
সা‌বেক এম‌পি সেঁজু‌তি গ্রেফতার
কুড়িগ্রামে বিএনপির কমিটি বাতিলের দাবিতে নেতাকর্মীদের কালো পতাকা মিছিল
বিএনপি নেতার বিরুদ্ধে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
স্ত্রীকে কুপিয়ে হত্যার পর পুলিশে আত্মসমর্পণ করলেন স্বামী
স্ত্রীকে কুপিয়ে হত্যার পর পুলিশে আত্মসমর্পণ করলেন স্বামী
ত্বকের যত্নে চন্দন ব্যবহারের ৫ উপায় জেনে নিন
ত্বকের যত্নে চন্দন ব্যবহারের ৫ উপায় জেনে নিন
রাজধানীতে প্রকাশ্যে যুবককে কোপানোর ভিডিও ভাইরাল
রাজধানীতে প্রকাশ্যে যুবককে কোপানোর ভিডিও ভাইরাল
সা‌বেক এম‌পি সেঁজু‌তি গ্রেফতার
সা‌বেক এম‌পি সেঁজু‌তি গ্রেফতার
সর্বাধিক পঠিত
ক্ষমা চাইলেন ইশরাক
ক্ষমা চাইলেন ইশরাক
বিনা টিকিটে বিমানে ওঠার চেষ্টা, শাহজালালে তোলপাড়
বিনা টিকিটে বিমানে ওঠার চেষ্টা, শাহজালালে তোলপাড়
টিসিবির ডিলার নিয়োগের নীতিমালা চূড়ান্ত
টিসিবির ডিলার নিয়োগের নীতিমালা চূড়ান্ত
‘হাসনাত আবদুল্লাহ বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় আসতে দেওয়া হবে না’
‘হাসনাত আবদুল্লাহ বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় আসতে দেওয়া হবে না’
সরকারি হাসপাতাল পরিচ্ছন্নের কাজ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা 
সরকারি হাসপাতাল পরিচ্ছন্নের কাজ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা