X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

পরীক্ষা দিতে আসা ছাত্রদল কর্মীকে মারধরের অভিযোগ  

কবি নজরুল কলেজ প্রতিবেদক 
২৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:৪৩আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:৪৩

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে টেস্ট পরীক্ষা দিতে এসে কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের মারধরের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন শাখা ছাত্রদলের এক কর্মী।

অভিযোগ তোলা ছাত্রের নাম সোহাগ মিয়া। তিনি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ সেশনের ছাত্র। কলেজের বি ও সি ভবনের সামনে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর ) দুপুরে মারধরের এ ঘটনা ঘটে বলে দাবি তার।

সোহাগ বলেন, ‘দুপুরে আমার ইংরেজি বিষয়ের টেস্ট পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালীন কলেজ ছাত্রলীগের সভাপতি ও তার কর্মীরা হলে এসে আমি ছাত্রদল করি কিনা জানতে চায়। আমি বলি করি। এটা শুনে তারা চলে যায়।’

তিনি বলেন, ‘পরীক্ষা দিয়ে বের হওয়ার পর ছাত্রলীগকর্মী মেহেদী, আশিক ও নাম না জানা কয়েকজন আমাকে মারধর করে। তারপর আমাকে ছাত্র সংসদে নিয়ে যায়। পরে আবার বি ও সি ভবনের সামনে আবার পেটায়। ইসলামী হাসপাতালে এখন চিকিৎসা নিচ্ছি।’

কবি নজরুল কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইরফান আহমেদ ফাহিম বলেন, ‘পরীক্ষা চলাকালীন সময়ে হল থেকে ধরে নিয়ে একজন শিক্ষার্থীর ওপর ন্যাক্কারজনক হামলার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। কার কাছে বিচার চাইবো? কে বিচার করবে? আমরা নিরাপদ ক্যাম্পাস চাই। সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস চাই।’

কলেজ ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন সাগর বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তায় ছাত্রলীগ সবসময় সজাগ। যদি কেউ সন্ত্রাসী কার্যক্রম চালাতে চায় সে ক্ষেত্রে কলেজ ছাত্রলীগ তা প্রতিহত করবে। ঘটনাটি কি ঘটেছে তা শুনে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’

কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আবু জাফর বলেন, ‘মারধরের বিষয়টি আমি শুনেছি। তবে পুরো ঘটনাটি আমার জানা নেই।

মারধরের শিকার ঐ শিক্ষার্থীর নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তিনি যদি নিরাপত্তাহীনতায় ভোগেন এবং তা আমাদের জানান তবে অধ্যক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেবো।’

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

/এসপি/
সম্পর্কিত
ছাত্রলীগ নেতাকে আটকের খবর শুনে বাবার মৃত্যু
ছাত্রদলের কর্মসূচিতে সব শিক্ষক-শিক্ষার্থীকে থাকতে অধ্যক্ষের নোটিশ, চলছে সমালোচনা
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে