রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায় সার্জেন্ট হাসিনা খাতুনকে মারধরের ঘটনায় গ্রেফতার মা দিলারা আক্তার (৫০) ও তার মেয়ে তাসফিয়া ইসলামকে (২২) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৭ সেপ্টেম্বর) তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক প্রাণোতোষ ঘোষ।
অপরদিকে আসামি পক্ষে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জসিমের আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের মোহাম্মদপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক এশারত আলী বিষয়টি ঢাকা নিশ্চিত করেছেন।