মিরপুরে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি ছুরি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) মিরপুর মডেল থানার ৬০ ফিটের মনিপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার অভিযুক্ত তিন জন হলো, এফ এম সাজ্জাদ হোসেন প্রকাশ সাগর (৩৮), মো. ওয়াসিম আকরাম (৩৫) ও মো. জাহিদুল ইসলাম (৩০)।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতার ব্যক্তিরা বমি করে অভিনব উপায়ে সবকিছু ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তারা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য।
তিনি আরও বলেন, সাগর এই দলের প্রধান। এই দলে সাত সদস্য রয়েছে। তারা তিন ভাগে ভাগ হয়ে কাজ করে। প্রথমে তারা কোনও একটি বাসে ওঠে। একজনকে টার্গেট করে তার শরীরে বমি করে দেয়। তখন দুই-তিন সদস্য সেখানে হইচই শুরু করে জটলা তৈরি করে। সুযোগ বুঝে দুই সদস্য ভিড়ের মধ্যে থাকা মানুষের মোবাইল, মানিব্যাগ নিয়ে বাইরে অপেক্ষমাণ বাকি সদস্যকে দিয়ে দেয়। এরপর সবাই পালিয়ে যায়।
তিনি আরও বলেন, কাজের সুবিধার্থে তাদের নিজস্ব সাংকেতিক ভাষা আছে। তারা টার্গেট করা ব্যক্তিকে মামা নামে ডাকে। পুলিশকে ডাকে লাতা নামে। এ ছাড়া দলনেতাকে মিস্ত্রি, সহযোগীকে তালবাজ কিংবা ঠেকো, গাড়িকে চাক্কা বলে।
ওসি বলেন, তারা নিজেদের গ্রুপের নাম দিয়েছে সেভেন স্টার। দলের সাত সদস্য সাত পৃথক জেলার বাসিন্দা। তারা তিন বছর ধরে একসঙ্গে কাজ করলেও কেউই কারও বাসা চেনে না। ছিনতাই করা টাকা তারা তিন ভাগ করে নেয়। এক ভাগ দলনেতা, এক ভাগ তাদের মামলা মোকাবিলার জন্য এবং এক ভাগ বাকি সদস্যদের। তাদের কেউ একজন গ্রেফতার হলে বাকি সদস্যরা জামিন করায়।
গ্রেফতার সাগরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি এবং ওয়াসিমের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে বলে জানান ওসি।