X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

বন্ধ কারখানা চালুসহ ১১ দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২৩, ১৪:০৭আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১৪:০৭

পাট ও চিনিকলসহ বন্ধ সব কল-কারখানা রাষ্ট্রীয় মালিকানায় চালু করাসহ ১১ দফা দাবি জানিয়েছে আটটি ট্রেড ইউনিয়নের নতুন গঠিত শ্রমিক জোট ‘জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ’।

মঙ্গলবার (৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে শ্রমিকদের ১১ দফা দাবিতে জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

দাবিগুলো হলো–

১. জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।

২. বিরাষ্ট্রীয়করণ বন্ধ এবং পাট ও চিনিকলসহ বন্ধ সব কল-কারখানা রাষ্ট্রীয় মালিকানায় চালু করতে হবে।

৩. শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম আইন ও বিধিমালা বাতিল করা, গণতান্ত্রিক শ্রম আইন ও বিধিমালা প্রণয়ন করতে হবে।

৩.  নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে হবে, শ্রমিকদের জন্য পূর্ণ-রেশনিং চালু করতে হবে, আবাসন প্রকল্প গ্রহণ করতে হবে, কর্মস্থলে শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, শ্রমিকের স্বাস্থ্য ও চিকিৎসার অধিকার নিশ্চিত করতে হবে।

৪. ইপিজেডসহ সর্বত্র অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে, ধর্মঘট করার গণতান্ত্রিক অধিকার হরণের ‘অত্যাবশ্যক পরিষেবা বিল, ২০২৩’ বাতিল করতে হবে।

৬। লে-অফ, লক-আউট, ছাঁটাই-নির্যাতন, মিথ্যা মামলা-গ্রেফতার ও হয়রানি বন্ধ করতে হবে। পুনর্বাসন ছাড়া হুকার উচ্ছেদ চলবে না। সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

৭। গার্মেন্টস শ্রমিকের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণা করতে হবে।

৮। চা শ্রমিকের ভূমির অধিকার ও দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ করতে হবে। সব বকেয়া পাওনা অবিলম্বে পরিশোধকরতে হবে।

৯। নীতিমালা প্রণয়ন করে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইকের লাইসেন্স ও রুট পারমিট দিতে হবে।

১০। পরিবহন, ট্যানারি, নির্মাণ, চাতাল, মৎস্যজীবী, দর্জি শ্রমিক ও গৃহ শ্রমিকসহ সব সেক্টরের শ্রমিকের ন্যূনতম মজুরি ঘোষণা এবং ন্যায়সঙ্গত সব দাবি মেনে নিতে হবে।

১১। অবাধ ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। সাম্রাজ্যবাদী আগ্রাসন রুখতে হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম। তিনি বলেন, ‘স্বাধীনতা সংগ্রামের সব আকাঙ্ক্ষা পদদলিত করে পুঁজিপতি শ্রেণি দেশে নির্মম ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। মুষ্টিমেয় পুঁজিপতি গোষ্ঠী যত সংহত হচ্ছে ফ্যাসিবাদ তত দৃঢ় হচ্ছে।’

তিনি বলেন, ‘শ্রমিকের বুক চাপা কান্না আর অসহায় দীর্ঘশ্বাসে আজ বাতাস ভারী। দুনিয়ার সর্বত্র শ্রমিকের ওপর চলছে জুলুম-নির্যাতন, চলছে ব্যাপক শ্রমিক ছাটাই। সর্বোচ্চ মুনাফা লোটার বুলডোজারের চাকায় পিষ্ট হচ্ছে শ্রমিকের জীবন। যাবতীয় শ্রম আইন দুপায়ে মাড়িয়ে যাচ্ছে মালিকরা। ন্যূনতম মজুরের কোনও নিম্নসীমা নেই। নেই শ্রমিকের নূন্যতম মজুরি পাওয়ার রক্ষাকবচের আইন। ফলে বেকার শ্রমিকের পাল্লা যত বাড়ে, ততই কমে মজুরির হার।’

এ সময় সংগঠনের নেতারা বলেন, আমাদের দাবি পূরণ না হলে অবিলম্বে সারা দেশের শিল্পা-কারখানায় গেট মিটিং, কর্মীসভা, সমাবেশ, মিছিল, পদযাত্রার কর্মসূচি পালন করা হবে। প্রয়োজনে একইসঙ্গে সর্বাত্মক শ্রমিক ধর্মঘট-অবরোধের কর্মসূচি গ্রহণ করা হবে। সংবাদ সম্মেলন শেষে তারা শ্রম মন্ত্রণালয় অভিমুখে মিছিল করে স্মারকলিপি পেশ করতে যান।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উপদেষ্টা আব্দুল্লাহ ক্বাফী রতনের সঞ্চালনায় এ সময় সংবাদ সম্মেলনে আরও ছিলেন জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের আহ্বায়ক মনজুরুল আহসান খান, শ্রমজীবী আন্দোলনের আহ্বায়ক হারুনার রশিদ ভূঁইয়া, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক শামীম ইমাম, শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এ এফ এম ফয়েজ হোসেন, ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি আলিফ দেওয়ান, বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, শ্রমজীবী সংঘের সভাপতি আব্দুল আলীসহ অন্যান্য শ্রমিক নেতারা।

/এএজে/আরকে/
সম্পর্কিত
জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির খসড়া অধ্যাদেশ বাতিলের দাবি
নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলের দাবি
দৈনিকভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা বাতিলের দাবি
সর্বশেষ খবর
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
মঞ্চ থেকে হলো জুমার আজান,  নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
মঞ্চ থেকে হলো জুমার আজান, নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ