X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রয়েছে: আসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২৩, ২৩:২১আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ২৩:২১

হেফাজতে মৃত্যু ও নির্যাতন; বেআইনি আটক; রহস্যজনক নিখোঁজ; সাংবাদিক হত্যা, নির্যাতন ও নিপীড়ন; সীমান্তে হত্যা ও নারীর প্রতি সহিংসতাসহ ডিজিটাল সিকিউরিটি আইনের অপপ্রয়োগ হচ্ছে বলে মনে করে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গত জানুয়ারি (২০২৩) থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত গত ৯ মাসে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত সংখ্যাগত প্রতিবেদনে এ মন্তব্য করেছে সংগঠনটি।

আসকের চেয়ারপারসন অ্যাডভোকেট জেড আই খান পান্না স্বাক্ষরিত মানবাধিকার প্রতিবেদনে বলা হয়, একটি ন্যায় ও মানবাধিকার ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং বিচার নিশ্চিত করা আবশ্যক। একইসঙ্গে মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে আইনের শাসন প্রতিষ্ঠা এবং যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহি করা অত্যন্ত জরুরি। এ প্রক্রিয়ায় সরকারকে সহযোগিতা করার ক্ষেত্রে গণমাধ্যম, মানবাধিকারকর্মী ও নাগরিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তারা যাতে নির্বিঘ্নে তাদের কাজ চালিয়ে নিতে পারেন, সে পরিবেশ তৈরি করে দেওয়া সরকারের দায়িত্ব।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নাগরিকদের সব ধরনের মানবাধিকার সুরক্ষা এবং ভুক্তভোগীদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। পাশাপাশি গণমাধ্যম যাতে স্বাধীনভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে এবং মানবাধিকারকর্মী ও সংগঠনগুলো যাতে এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতে পারে- সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছে।

বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও হেফাজতে মৃত্যু

গত ৯ মাসে দেশের জাতীয় পত্রিকাগুলোয় প্রকাশিত তথ্যের ভিত্তিতে দেখা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আট জন নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাদের মধ্যে পাঁচ জন পুলিশের হাতে, দুই জন র‌্যাব এবং একজন ডিবির হাতে নিহত হয় বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। 

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহরণ

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সাদা পোশাকধারী ব্যক্তিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সাত জনকে অপহরণ করেছে বলে পরিবার ও প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন। এর মধ্যে পরবর্তী সময়ে ছয় জনকে বিভিন্ন অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছে।

নারীর প্রতি সহিংসতা

গত ৯ মাসে যৌন হয়রানি ও সহিংসতা, ধর্ষণ ও হত্যা, পারিবারিক নির্যাতন, যৌতুকের জন্য নির্যাতনসহ নারীর প্রতি সহিংসতার বিভিন্ন ঘটনা ঘটেছে। এ সময় মোট ৪৬৭ নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩২ নারীকে। ধর্ষণের পর আত্মহত্যা করেছেন তিন জন নারী। এছাড়া ১০৫ জন নারীকে ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে।

পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন ৩৯১ জন নারী। এর মধ্যে ২৩৫ নারীকে হত্যা করা হয়েছে। পারিবারিক নির্যাতনের কারণে আত্মহত্যা করেছেন ৯৪ জন নারী। এছাড়া শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন ৬২ জন নারী। যৌতুককে কেন্দ্র করে নির্যাতনের শিকার হয়েছেন ১১৪ জন নারী। যৌতুকের জন্য শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে ৫১ জনকে এবং যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করেছেন ছয় নারী। এর মধ্যে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৫৭ জন।

শিশু নির্যাতন ও হত্যা 

দেশের বিভিন্ন স্থানে গত ৯ মাসে এক হাজার ১৫৭ শিশু বিভিন্ন ধরনের নির্যাতন ও হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে হত্যার শিকার হয়েছে ৩১৭ শিশু। ধর্ষণের শিকার হয়েছে ৪৩ ছেলে শিশু, দুজন ছেলে শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। একজন ছেলে শিশু ধর্ষণের পর আত্মহত্যা করেছে। ধর্ষণের চেষ্টা করা হয়েছে ছয় শিশুকে। এছাড়া আত্মহত্যা করেছে ৬৪ শিশু। বিভিন্ন সময়ে ১১৮ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রহস্যজনক মৃত্যু হয়েছে পাঁচ শিশুর। এছাড়া অপহরণের পর হত্যা করা হয় ১৫ জন শিশুকে।

সাংবাদিক নির্যাতন ও হয়রানি

গত ৯ মাসে ২১৭ জন সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতন, হয়রানি, হুমকি, মামলা ও পেশাগত কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন। এর মধ্যে একজনকে হত্যা করা হয়েছে।

কারা হেফাজতে মৃত্যু

এই সময়কালে কারা হেফাজতে মারা গেছেন ৭৭ জন। এরমধ্যে কয়েদি ৩৫ জন এবং হাজতি ৪২ জন।

সীমান্ত সংঘাত

বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ-এর গুলি ও নির্যাতনে নিহত হয়েছেন ১৮ বাংলাদেশি নাগরিক। এছাড়া আহত হয়েছেন ২০ জন। বিভাগওয়ারী পর্যালোচনা করলে দেখা যায়, সর্বাধিক রংপুর বিভাগে আট জন নিহত ও আট জন আহত হয়েছেন।   

গণপিটুনিতে নিহত

গত ৯ মাসে গণপিটুনির ঘটনায় নিহত হন ৩৮ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে তিন জন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে দুই জন, রাজশাহী বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে দুই জন নিহত হয়েছে।

/জেইউ/এফএস/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে মানবাধিকার কতটুকু আছে, প্রশ্ন প্রধানমন্ত্রীর
পার্বত্য চট্টগ্রামে শান্তিপূর্ণ পরিবেশ চায় জাতীয় মানবাধিকার কমিশন
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
সর্বশেষ খবর
আমাদের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন করার কে তারা: শেখ হাসিনা
আমাদের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন করার কে তারা: শেখ হাসিনা
যুক্তরাষ্ট্রে মানবাধিকার কতটুকু আছে, প্রশ্ন প্রধানমন্ত্রীর
যুক্তরাষ্ট্রে মানবাধিকার কতটুকু আছে, প্রশ্ন প্রধানমন্ত্রীর
আবার বাড়লো জ্বালানি তেলের দাম
আবার বাড়লো জ্বালানি তেলের দাম
চাল কম দিয়ে আত্মসাতের অভিযোগ, দায়িত্বে অবহেলায় শিক্ষা কর্মকর্তাকে শোকজ
চাল কম দিয়ে আত্মসাতের অভিযোগ, দায়িত্বে অবহেলায় শিক্ষা কর্মকর্তাকে শোকজ
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা