মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধনের তারিখ আবার পিছিয়েছে। নতুন তারিখ ৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) সড়ক পরিবহন ও মহাসড়কের সচিব এ.বি.এম আমিন উল্লাহ নুরী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
মেট্রোরেল লাইন ৬-এর আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধনের তারিখ দ্বিতীয় দফায় পেছনোর কারণ হিসেবে সড়ক পরিবহন ও মহাসড়কের সচিব বলেন, 'প্রধানমন্ত্রীর শিডিউলজনিত কারণে উদ্বোধনের তারিখ পেছানো হয়েছে। এছাড়া আর অন্য কোনও কারণ নেই।'
এর আগে ২০ অক্টোবর মেট্রোরেলের এই অংশের উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে তা ২৯ অক্টোবর নিয়ে যাওয়া হয়।