X
সোমবার, ১৭ জুন ২০২৪
৩ আষাঢ় ১৪৩১

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে পুরান ঢাকায় বিক্ষোভ

আতিক হাসান শুভ
২০ অক্টোবর ২০২৩, ১৬:২৫আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১৬:২৫

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ও ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন পুরান ঢাকার সাধারণ মানুষ। একই সঙ্গে ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বর হত্যাযজ্ঞ, নির্যাতন, বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

শুক্রবার (২০ অক্টোবর) জুমার নামাজের পর পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কবি নজরুল কলেজের সামনে থেকে রায় সাহেব বাজার পর্যন্ত যায়। পরে রায় সাহেব বাজার মোড় থেকে বাহাদুর শাহ পার্কে এসে শেষ হয়। এ সময় বিক্ষোভ মিছিলে কয়েক হাজার সাধারণ মানুষ অংশ নেন।

এ সময় সমাবেশে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘বদরের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘বিশ্বের মুসলিম, এক হও এক হও’, ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ইসরায়েলের ইহুদিরা, হুঁশিয়ার সাবধান’, ‘ইসরায়েলের কাপুরুষেরা, হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে সাধারণ মানুষের পাশাপাশি কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। মিছিল শেষে উপস্থিত শিক্ষার্থী, সাধারণ মানুষ ও ইমাম উলামা পরিষদের নেতারা ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানান এবং সারা বিশ্বের মুসলমানদের তাদের পাশে থাকার আহ্বান জানান।

সবাবেশে বক্তারা ইসরায়েলের গণহত্যা বন্ধ করার হুঁশিয়ারি দেন। একই সঙ্গে বাংলাদেশ সরকারকে সেনা পাঠিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বিক্ষোভ সমাবেশে পুরান ঢাকার বাসিন্দা মো. আবু হানিফ বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সন্ত্রাস ও দখলদারত্বের পথ ছেড়ে দিয়ে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পথে এগিয়ে আসতে হবে। অবিলম্বে ইসরায়েলের বর্বর গণহত্যা বন্ধ করা হোক। নয়তো সারা বিশ্বের মুসলমান একসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে।

বাংলাদেশকে পুনরায় পাসপোর্ট সংশোধন করতে হবে মন্তব্য করে তিনি বলেন, ইসরায়েলে যাওয়া বন্ধ করতে হবে। তাদের বিরুদ্ধে আমাদের বুদ্ধিবৃত্তিক লড়াই করতে হবে। একই সঙ্গে ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করছি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসতিয়াক আহমেদ হৃদয় বলেন, দীর্ঘদিন ধরে ইসরায়েলের ইহুদি সেনারা অবৈধভাবে ফিলিস্তিনের সাধারণ জনগণের ওপর চেপে বসেছে এবং নির্যাতন করছে। তারা নির্বিচারে গণহত্যা চালিয়ে সেখানকার মানবাধিকার পরিস্থিতির নাজুক অবস্থা তৈরি করেছে। নির্বিচারে হত্যা করা হচ্ছে। তাদের আগ্রাসন থেকে কেউ রক্ষা পাচ্ছে না। ইসরায়েলি বর্বরতার শিকার ফিলিস্তিনের লাখ লাখ মানুষ। এমনকি তাদের নির্যাতন বাদ যায়নি নারী-শিশুরাও।

কবি নজরুল কলেজের শিক্ষার্থী আসাদুজ্জামান রিপন জানান, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে, ফিলিস্তিন বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়েছে এবং বন্ধুরাষ্ট্রের পরিচয় দিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ সরকার শক্তভাবে ফিলিস্তিনের সঙ্গে ছিল এবং আছে। আমরা একই সঙ্গে শিক্ষার্থী ও বাঙালি হিসেবে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানো নৈতিক দায়িত্ব হিসেবে মনে করি। সেই সঙ্গে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানাই।

বিক্ষোভ মিছিলে তিন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ‘সেভ গাজা’ ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘উই স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন’, ‘প্যালেস্টাইন হলোকাস্ট’, ‘জেরুজালেম বিলংস টু প্যালেস্টাইন’ ‘ইসরায়েল হটাও, ফিলিস্তিন বাঁচাও’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়।

/এনএআর/
সম্পর্কিত
যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের প্রতিক্রিয়া মার্কিন পরিকল্পনার নীতির সঙ্গে ‘সঙ্গতিপূর্ণ’
গাজায় কৌশলগত বিরতি ঘোষণা ইসরায়েলের
হামাসের পাতা ফাঁদে পড়ছে ইসরায়েল : জর্জিয়া মেলোনি
সর্বশেষ খবর
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
নির্দিষ্ট স্থানে কোরবানি: ডিএনসিসির উদ্যোগে সাড়া দেয়নি এলাকাবাসী
নির্দিষ্ট স্থানে কোরবানি: ডিএনসিসির উদ্যোগে সাড়া দেয়নি এলাকাবাসী
ঈদে বাড়ি যাওয়ার পথে খুন হলেন কাশিমপুর কারাগারের কর্মকর্তা
ঈদে বাড়ি যাওয়ার পথে খুন হলেন কাশিমপুর কারাগারের কর্মকর্তা
২৪ বছরের আক্ষেপ নিয়ে ইউরো মিশনে ফ্রান্স
২৪ বছরের আক্ষেপ নিয়ে ইউরো মিশনে ফ্রান্স
সর্বাধিক পঠিত
পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে জি-৭ এর বিবৃতির জবাবে যা বললো ইরান
পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে জি-৭ এর বিবৃতির জবাবে যা বললো ইরান
গাজায় কৌশলগত বিরতি ঘোষণা ইসরায়েলের
গাজায় কৌশলগত বিরতি ঘোষণা ইসরায়েলের
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ছাগলেই স্বস্তি!
ছাগলেই স্বস্তি!
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ