রাজধানীর ডেমরা সারুলিয়া বক্সনগর এলাকায় একটি মাদ্রাসার নামের নবম শ্রেণির (তাসেক বিভাগ) শিক্ষার্থী নাজমুল হাসানের (১৪) মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ বলছে, মাদ্রাসার ছয় তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে সে মারা গেছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা শিক্ষক আমিনুল ইসলাম বলেন, নাজমুল দারুন নাজাত মাদ্রাসার ছাত্র। বিকালে সে একাই মাদ্রাসার ছাদে যায়। সেখানে রেলিংয়ের ওপর উঠেছিল সে।
তিনি আরও বলেন, মাদ্রাসার সিসিটিভির ফুটেজে দেখা গেছে রেলিংয়ের ওপরে ওঠার পর নিচের দিকে তাকিয়েছে বা লাফিয়ে পড়েছে, সেটা ঠিক বোঝা যাচ্ছে না। নিচে পড়ে গিয়ে আহত হয় সে। পরে সেখান থেকে তাকে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের মামা আকরাম হোসাইন বলেন, খবর পাই ভাগ্নে মাদ্রাসার ছয় তলার ছাদ থেকে পড়ে গিয়েছে। পরে হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় পাই।
মৃত নাজমুল কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার দৌলখা গ্রামের মুদি ব্যবসায়ী মাইনুদ্দিনের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল বড়। বর্তমানে দারুন নাজাত মাদ্রাসার পঞ্চম তলায় থাকতো।