X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

ইশরাক হোসেনের ভাইসহ ছয় জন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৩, ২১:১২আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ২১:১২

রাজধানীতে বিএনপির মহাসমাবেশে নাশকতার অভিযোগে পল্টন থানার মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের ভাই ইশফাক হোসেনসহ ছয় জনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রিমান্ডে যাওয়া বাকি আসামিরা হলেন- জহির হাসান, লিয়াকত, মফিজ, বাবুল ও আজিম উদ্দিন।

রবিবার (২৯ অক্টোবর) রাতে আসামিদের আদালতের এজলাসে হাজির করে পল্টন থানা পুলিশ। এরপর তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মোসলেউদ্দিন জসিম বলেন, আমরা মামলার এজাহার দেখতে পাইনি। তাদের বিরুদ্ধে কী অভিযোগ তা আমাদের জানানো হয়নি। আসামিরা নির্দোষ। সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশফাক লন্ডনে পড়ালেখা করে। তিনদিন আগে সে দেশে এসেছে। সে রাজনীতি করে না। সমাবেশের দিন পল্টনে যায়নি। সেদিন সে ইশরাকের বাসাতেও যায়নি। আজ ইশরাকের বাসায় গেছে। ইশরাককে না পেয়ে তার ভাইকে গ্রেফতার করেছে। তার ভাই রাজনীতি করে বলে কি তার পরিবারের সদস্যদের গ্রেফতার করা হবে? আমরা আসামিদের জামিন চাই।

ইশফাক হোসেনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে

এসময় রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, সমাবেশের অনুমতি আইনিভাবে ছিল। সমাবেশে কিছু শর্ত দেওয়া হয়েছিল। কিন্তু আসামিরা শর্ত ভঙ্গ করেছে। তারা বেআইনিভাবে সমাবেশ করে পুলিশের ওপর হামলা করেছে। নাশকতার সঙ্গে জড়িত তারা। আসামিদের জিজ্ঞাসাবাদ করে কেন তারা এ হামলা করলো, কার নির্দেশে করলো তা জানা জরুরি। এজন্য আসামিদের সাত দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

এরআগে গত শনিবার রাজধানীর পল্টনে মহাসমাবেশ করে বিএনপি। সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে নেতাকর্মীদের। এ ঘটনায় পল্টন থানায় নাশকতার মামলা ৫৫(১০)২৩ দায়ের করা হয়। রবিবার ইশরাক হোসেনের গুলশানের বাসভবন থেকে তার ভাই ইশফাক হোসেনকে আটক করে ডিবি পুলিশ।

 

/এমকেআর/এফএস/
সম্পর্কিত
শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত: গয়েশ্বর চন্দ্র
গোলটেবিল বৈঠকে বক্তারা‘জনবান্ধব ও মানবিক পুলিশ গড়তে সংস্কারের বিকল্প নেই’
সারা দেশে গ্রেফতার আরও ১৫৪২
সর্বশেষ খবর
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল