X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

ইশরাক হোসেনের ভাইসহ ছয় জন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৩, ২১:১২আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ২১:১২

রাজধানীতে বিএনপির মহাসমাবেশে নাশকতার অভিযোগে পল্টন থানার মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের ভাই ইশফাক হোসেনসহ ছয় জনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রিমান্ডে যাওয়া বাকি আসামিরা হলেন- জহির হাসান, লিয়াকত, মফিজ, বাবুল ও আজিম উদ্দিন।

রবিবার (২৯ অক্টোবর) রাতে আসামিদের আদালতের এজলাসে হাজির করে পল্টন থানা পুলিশ। এরপর তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মোসলেউদ্দিন জসিম বলেন, আমরা মামলার এজাহার দেখতে পাইনি। তাদের বিরুদ্ধে কী অভিযোগ তা আমাদের জানানো হয়নি। আসামিরা নির্দোষ। সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশফাক লন্ডনে পড়ালেখা করে। তিনদিন আগে সে দেশে এসেছে। সে রাজনীতি করে না। সমাবেশের দিন পল্টনে যায়নি। সেদিন সে ইশরাকের বাসাতেও যায়নি। আজ ইশরাকের বাসায় গেছে। ইশরাককে না পেয়ে তার ভাইকে গ্রেফতার করেছে। তার ভাই রাজনীতি করে বলে কি তার পরিবারের সদস্যদের গ্রেফতার করা হবে? আমরা আসামিদের জামিন চাই।

ইশফাক হোসেনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে

এসময় রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, সমাবেশের অনুমতি আইনিভাবে ছিল। সমাবেশে কিছু শর্ত দেওয়া হয়েছিল। কিন্তু আসামিরা শর্ত ভঙ্গ করেছে। তারা বেআইনিভাবে সমাবেশ করে পুলিশের ওপর হামলা করেছে। নাশকতার সঙ্গে জড়িত তারা। আসামিদের জিজ্ঞাসাবাদ করে কেন তারা এ হামলা করলো, কার নির্দেশে করলো তা জানা জরুরি। এজন্য আসামিদের সাত দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

এরআগে গত শনিবার রাজধানীর পল্টনে মহাসমাবেশ করে বিএনপি। সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে নেতাকর্মীদের। এ ঘটনায় পল্টন থানায় নাশকতার মামলা ৫৫(১০)২৩ দায়ের করা হয়। রবিবার ইশরাক হোসেনের গুলশানের বাসভবন থেকে তার ভাই ইশফাক হোসেনকে আটক করে ডিবি পুলিশ।

 

/এমকেআর/এফএস/
সম্পর্কিত
স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও ককটেলসহ গ্রেফতার ৭
রামপুরায় রিকশাচালকের রহস্যজনক মৃত্যু
লঞ্চে তরুণীদের মারধরের ঘটনায় মামলা, আসামি সেই যুবকসহ ২৫ জন
সর্বশেষ খবর
ট্রাম্পের মধ্যস্থতায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি যে কারণে গুরুত্বপূর্ণ
ট্রাম্পের মধ্যস্থতায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি যে কারণে গুরুত্বপূর্ণ
‘গণতান্ত্রিক ব্যবস্থার জন্য যা করা হচ্ছে সেটাকে রাজনীতি বলা যায় না’
‘গণতান্ত্রিক ব্যবস্থার জন্য যা করা হচ্ছে সেটাকে রাজনীতি বলা যায় না’
ময়মনসিংহে ১৫ মিনিটের স্বস্তির বৃষ্টি
ময়মনসিংহে ১৫ মিনিটের স্বস্তির বৃষ্টি
স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও ককটেলসহ গ্রেফতার ৭
স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও ককটেলসহ গ্রেফতার ৭
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ