X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

বঙ্গবন্ধু দ্বিতীয় দক্ষিণ এশিয়া স্যাম্বো চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২৩, ১৯:৩৭আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৯:৩৭

রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে বঙ্গবন্ধু দ্বিতীয় দক্ষিণ এশিয়া স্যাম্বো চ্যাম্পিয়নশিপ। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)  চৌধুরী আবদুল্লাহ আল-মামুন প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

আইজিপি বলেন, ‘খেলাধুলা মানুষের মনকে যেমন প্রফুল্ল রাখে তেমনই পারস্পরিক বন্ধন তৈরি করে। স্যাম্বো একটি নতুন খেলা, যার মাধ্যমে বাংলাদেশের খেলোয়াড়রা বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়দের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করতে পারবে।’

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এ খেলায় অংশগ্রহণ করে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনা সম্ভব। এটি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় খেলা।’ তিনি আশা করেন, বাংলাদেশের খেলোয়াড়রা আগামীতে এই খেলার মাধ্যমে অলিম্পিকে দেশের পতাকা মেলে ধরবেন এবং জয়ের মুকুট ছিনিয়ে আনবেন।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ স্যাম্বো অ্যান্ড কোরাশ অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সব ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আমাদের দেশের খেলোয়াড়দের বিভিন্ন খেলায় সক্ষমতা ও পারদর্শিতা বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশের খেলোয়াড়রা দেশে-বিদেশে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে পদক অর্জনের পাশাপাশি দেশের জন্য সুনাম বয়ে আনছে। স্যাম্বো প্রতিযোগিতায় বাংলাদেশের অ্যাথলেটরা তাদের নৈপূণ্য প্রদর্শনে সক্ষম হবে।’

স্বাগত বক্তব্যে ডিএমপির কল্যাণ ও ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং বাংলাদেশ স্যাম্বো ও কুরাশ অ্যাসোসিয়েশনের সভাপতি আর এম ফয়জুর রহমান বলেন, ‘স্যাম্বো রাশিয়ান মার্শাল আর্ট। ১৯৩৮ সালের ১৬ নভেম্বর সোভিয়েত ইউনিয়নে স্যাম্বো খেলার আবির্ভাব হয়। গেমস স্যাম্বো আইসিসি স্বীকৃত। এশিয়ান ইন্ডোর মার্শাল আর্ট গেমস এবং ওয়ার্ল্ড মার্শাল আর্ট অলিম্পিকে অনুষ্ঠিত হয়ে থাকে স্যাম্বো। স্যাম্বোর আন্তর্জাতিক সংস্থা এফআইএএস’র প্রেসিডেন্ট ভ্যালিসি শেস্তাকভ। এ চ্যাম্পিয়নশিপে ৫৬টি ওজন ক্যাটাগরিতে ছয়টি দেশের ১৭২ জন অ্যাথলেট অংশগ্রহণ করবেন।’

পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতাটি স্পোর্টস স্যাম্বো, কম্ব্যাট স্যাম্বো, জুনিয়র ও সিনিয়র, নারী ও পুরুষ মিলে মোট ৫৬টি ওজন শ্রেণিতে অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিনিয়র খেলোয়াড়দের জন্য সাতটি ওজন ক্যাটাগরি স্পোর্টস স্যাম্বো (অ্যাডাল্ট-পুরুষ), সাতটি ওজন ক্যাটাগরি স্পোর্টস স্যাম্বো (অ্যাডাল্ট-নারী), সাতটি ওজন ক্যাটাগরি কমব্যাট স্যাম্বো (অ্যাডাল্ট-পুরুষ), সাতটি ওজন ক্যাটাগরি কমব্যাট স্যাম্বো (অ্যাডাল্ট-নারী) এবং জুনিয়র খেলোয়াড়দের জন্য সাতটি ওজন ক্যাটাগরি স্পোর্টস স্যাম্বো (জুনিয়র-পুরুষ), সাতটি ওজন ক্যাটাগরি স্পোর্টস স্যাম্বো (জুনিয়র-নারী), সাতটি ওজন ক্যাটাগরি কমব্যাট স্যাম্বো (জুনিয়র-পুরুষ), সাতটি ওজন ক্যাটাগরি কমব্যাট স্যাম্বো (জুনিয়র-নারী) রয়েছে। সর্বোচ্চ স্বর্ণপদক প্রাপ্ত দেশ বিজয়ী হিসেবে বিবেচিত হবে।

প্রথম দক্ষিণ এশিয়া স্যাম্বো প্রতিযোগিতা ২০১১ সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্যাম্বো ও কুরাশ অ্যাসোসিয়েশনের আয়োজনে দীর্ঘ ১২ বছর পর বঙ্গবন্ধু দ্বিতীয় দক্ষিণ এশিয়া স্যাম্বো চ্যাম্পিয়নশিপ-২০২৩ ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরী মারা গেছেন
পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অপেক্ষায়: আইজিপি
সর্বশেষ খবর
বাজেটে ভর্তুকি দিলেও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা
বাজেটে ভর্তুকি দিলেও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা
হজ কার ওপর ফরজ এবং এর কী ফজিলত
হজ কার ওপর ফরজ এবং এর কী ফজিলত
পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহতের দাবি ভারতীয় সেনাবাহিনীর
পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহতের দাবি ভারতীয় সেনাবাহিনীর
জাল এক লাখ টাকা ২০ হাজারে বিক্রি
জাল এক লাখ টাকা ২০ হাজারে বিক্রি
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ