X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

‘সাংবাদিকদের ওপর হামলার দায় বিএনপি-জামায়াতকেই নিতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২৩, ১৮:০২আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১৮:৪৩

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন টার্গেট করে সাংবাদিকদের ওপর হামলা করা হয়েছে বলে মনে করছেন সাংবাদিক নেতারা। তারা বলেন, সংবাদমাধ্যমের ওপর হামলা করা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভকে ভেঙে দেওয়া ও গণতন্ত্রকে নস্যাৎ করার ষড়যন্ত্র। বিএনপি-জামায়াতের কর্মসূচির দিনে এই হামলার ঘটনা ঘটায় এর দায়-দায়িত্ব তাদেরই নিতে হবে।

শুক্রবার (৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে 'সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে' সচেতন নারী সাংবাদিক সমাজ আয়োজিত এক মানববন্ধনে তারা এসব কথা বলেন।

মানববন্ধনে প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়সমিন বলেন, আমরা জানি না এই হামলা কারা ঘটিয়েছে, কার মদদে ঘটেছে। কিন্তু সেদিন বিএনপি-জামায়াতের কর্মসূচির দিনে এই হামলাটি হয়েছে। তাই এর দায়-দায়িত্ব সংশ্লিষ্ট রাজনৈতিক দলকেই নিতে হবে। টেলিভিশনের ফুটেজ দেখে এই হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনুন। সংবাদকর্মীরা কোনও দলের হয়ে কাজ করে না, জনগণের জন্য কাজ করে।

মানববন্ধনে বিএনপি-জামায়াতের ইতিবাচক সংবাদ বর্জন করে নেতিবাচক সংবাদ প্রকাশ করে তাদের চেহারা উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

205854725

তিনি বলেন, এই বিএনপি-জামায়াত এর আগেও সাংবাদিকদের ওপর হামলা করেছিল। জাতীয় প্রেসক্লাবের ভেতরে ঢুকে জাতীয় প্রেসক্লাবের মর্যাদা তারা লঙ্ঘন করেছিল। বিএনপি যে সাংবাদিকবান্ধব নয়, সাংবাদিকদের সঙ্গে তাদের বৈরিতা সেটি ২৮ অক্টোবর আবার প্রমাণ হয়ে গেছে।

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, আমরা ইতোমধ্যে তিনটি দাবি জানিয়েছি। প্রথমত, সাংবাদিকদের ওপর কারা হামলা চালিয়েছে টেলিভিশনের ফুটেজ দেখে সেটি চিহ্নিত করতে হবে। দ্বিতীয়ত, সাংবাদিকদের ওপর হামলার জন্য বিএনপিকে ক্ষমা চাইতে হবে। তৃতীয়ত, যেসব সাংবাদিক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়াতে হবে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, সরকারকে যেমন সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে হবে, তেমনি সংবাদমাধ্যমের অফিস থেকেও মাঠে কাজ করা সংবাদকর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তাদের সুরক্ষা সরঞ্জাম দিতে হবে।

সংগঠক লাবণ্য ভূঁইয়ার সঞ্চালণায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা মানষ ঘোষ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দফতর সম্পাদক সেবিকা রানী, নির্বাহী পরিষদের সদস্য কামরুন নাহার, বিএফিউজের সহ-সভাপতি আফরোজা, ডিইউজের যুগ্ম সম্পাদক খায়রুল আলম, শাহনাজ, নাসিমা আক্তার সোমা প্রমুখ।

/জেডএ/এফএস/
সম্পর্কিত
দক্ষিণখানে প্রতিবন্ধীর ব্যবসা দখল বিএনপি নেতার, প্রতিবাদে মানববন্ধন
আ.লীগ নিষিদ্ধে বিলম্ব হলেও আমরা খুশি: নজরুল ইসলাম খান
আ.লীগের সঙ্গে জামায়াতেরও বিচার চায় বাসদ
সর্বশেষ খবর
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ
ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ
কিশোরগঞ্জে বজ্রাঘাতে তিন কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জে বজ্রাঘাতে তিন কৃষকের মৃত্যু
ছাত্রলীগের আরেক কেন্দ্রীয় নেতা গ্রেফতার
ছাত্রলীগের আরেক কেন্দ্রীয় নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো