X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

ওয়াকার ইউনিসের নাম প্রত্যাহারে পদক্ষেপ নিতে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৩, ১২:৩১আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১২:৪২

বাংলাদেশ ক্রিকেট ও বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান সম্পর্কে কটূক্তিমূলক মন্তব্য করায় আন্তর্জাতিক ক্রিকেটের ধারাভাষ্যকারের তালিকা থেকে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াকার ইউনিসের নাম প্রত্যাহারে আইসিসিতে অভিযোগ করার কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বিসিবি সভাপতিকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ বি এম ওয়ালিউর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ওয়ালিউর রহমান খান এই রিট করেন।

রিটে তিনি বাংলাদেশ ক্রিকেট ও দলের অধিনায়ক সাকিব আল হাসান সম্পর্কে কটূক্তিপূর্ণ মন্তব্য করায় আন্তর্জাতিক ক্রিকেটের ধারাভাষ্যকারের তালিকা থেকে পাকিস্তানের সাবেক পেসার ওয়াকার ইউনিসের নাম প্রত্যাহারের জন্য বলেন এবং তার নাম প্রত্যাহারের জন্য আইসিসিতে অভিযোগ করতে বিসিবিকে নির্দেশনা দেওয়ার আবেদন করেন।

প্রসঙ্গত, বিশ্বকাপের চলমান ১৩তম আসরের ৩৮তম ম্যাচে গত মঙ্গলবার শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ‘টাইমড আউট’ করেন সাকিব আল হাসান। যে কারণে ক্রিকেট-বিশ্বে সাকিবকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে।
 
আইসিসির নিয়মে টাইমড আউট থাকলেও, এত দিন এর প্রয়োগ হয়নি। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে অ্যাঞ্জেলো ম্যাথিউস দুই মিনিটের মধ্যে বল খেলতে না পারায় সাকিব আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন। আম্পায়ার ম্যাথিউসকে আউট ঘোষণা করেন।

ম্যাথিউস খানিকটা ধীরগতিতে ক্রিজে এসে স্ট্যান্স নিয়েছিলেন। সাকিব বল হাতে প্রস্তুত ছিলেন। ওই সময় ম্যাথিউস তার হেলমেটে অসংগতি দেখেন। নতুন হেলমেট আনার জন্য ড্রেসিংরুমের দিকে ইঙ্গিত করেন। এই কাজ সারতে দুই মিনিটের বেশি সময় চলে যায়। পরে সাকিব আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করলে আম্পায়ার ম্যাথিউসকে আউট দেন। ম্যাথিউস বারবার বোঝাচ্ছিলেন তিনি প্রস্তুত ছিলেন, হেলমেটের জন্যই এ বিলম্ব।

ম্যাথিউস আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পর কমেন্ট্রি বক্সে সমালোচনা করেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনিস ও শ্রীলঙ্কার সাবেক তারকা ক্রিকেটার রাসেল আরনল্ড। তারা বলেছেন, ‘এ রকম অখেলোয়াড়সুলভ আচরণ দেখিনি কখনও।’

একপর্যায়ে ওয়াকার ইউনিস সাকিব আল হাসান সম্পর্কে বলেন, ‘গাঞ্জি (বাজে) ক্রিকেট, ছি ছি সাকিব এটা কী করলো! তবে সাকিব, একমাত্র সাকিবের পক্ষেই এমন কিছু সম্ভব।

তিনি আরও বলেছেন, ‘বাংলাদেশ যা করেছে, তা ক্রিকেটের চেতনাবিরোধী।’

/বিআই/এনএআর/
সম্পর্কিত
জয়পুরহাটে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
হোটেলে কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিয়েছেন বাবুর্চি
রাঙামাটিতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
সর্বশেষ খবর
‘নাজুক যুদ্ধবিরতি’: বন্দুক নীরব, কিন্তু শান্তি কি টিকবে?
ভারত-পাকিস্তান সংঘাত‘নাজুক যুদ্ধবিরতি’: বন্দুক নীরব, কিন্তু শান্তি কি টিকবে?
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ালো শারমিনরা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ালো শারমিনরা
সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন তদন্তে তিন উপদেষ্টার কমিটি
সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন তদন্তে তিন উপদেষ্টার কমিটি
ভুটানকে অনায়াসে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ভুটানকে অনায়াসে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ