রাজধানীর শেরেবাংলা নগর বিজ্ঞান ও প্রযুক্তি ভবনের অষ্টম তলায় পর্দা লাগানোর কাজ করার সময় নিচে পড়ে মিনহাজ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওয়েস্টার্ন লাইনস নামে একটি প্রতিষ্ঠানের পক্ষে কাজ করতেন।
শনিবার (২৫ নভেম্বর) বিকাল আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে।
মিনহাজকে হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী কাজী আমজাদ হোসেন ও আবির জনান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় মিনহাজকে উদ্ধার করে প্রথমে নিউরো সায়েন্স ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখান থেকে রাত ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
মিনহাজ ফেনীর ছাগলনাইয়া উপজেলার জগন্নাথ সোনাপুর গ্রামের নুর নবীর ছেলে। তিনি উত্তর বাড্ডার একটি মেছে থাকতেন। তার বড় এক বোন রয়েছে।