X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় পথচারী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২৩, ১৯:৩৫আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৯:৩৬

রাজধানীর বিমানবন্দর এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহতের নাম হুমায়ুন কবির (৬০)। পেশায় তিনি হোটেল ক্যান্টিন ব্যাবসায়ী।

রবিবার (৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় এলাকার বলাকা ভবন এবং গোল চত্বরের মাঝামাঝি সড়কে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।

ডিএমপির বিমানবন্দর থানার উপ-পরিদর্শক আলামিন কাউসার অপু বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিমানবন্দর বলাকা ভবনের অদূরে রাস্তা পারাপারের সময়, দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে দুপুর ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও বলেন, এ ঘটনায় তাৎক্ষণিক পিকআপ ভ্যানটিকে শনাক্ত করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের এক চাচাতো ভাই খবর পেয়ে ঢামেক আসেন। তিনি জানান, হুমায়ুন কবির চট্টগ্রামে পরিবার নিয়ে থাকতেন। বিমানবন্দর এলাকায় ক্যান্টিন ব্যবসায় সঙ্গে যুক্ত ছিলেন। সেই সুবাদে চট্টগ্রাম থেকে ট্রেনে বিমানবন্দর আসেন। বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন।

ঢাকাতে বসবাস করেন মৃতের মেয়ে নাবিলা। তিনি বলেন, আজ দুপুরে খবর পাই বাবা সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। ঢামেক হাসপাতালে এসে বাবাকে মৃত অবস্থায় পাই। গতকাল রাতে বাবার সঙ্গে মোবাইলে কথা হয়েছিল। বিমানবন্দর এলাকায় ক্যান্টিন ব্যবসার কাজে ঢাকায় আসবেন বলে আমাকে জানান।

মৃত হুমায়ুন কবিরের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ইউসুফপুরে‌। তার বাবা মৃত মাকসুদ আলী বর্তমানে চট্টগ্রাম বদ্দারহাট এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তিন মেয়ের জনক ছিলেন তিনি।

/এআইবি/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
মাদকাসক্ত জামাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেলো চাচাশ্বশুরের, শ্যালক আহত
ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত, দুই ভাই আটক
শহীদ সাগরের মরদেহ উত্তোলনে পরিবারের আপত্তি, ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট
সর্বশেষ খবর
এনসিপির অবস্থান কর্মসূচিতে একাত্মতা জামায়াতের প্রতিনিধি দলের
এনসিপির অবস্থান কর্মসূচিতে একাত্মতা জামায়াতের প্রতিনিধি দলের
বাজেটে ভর্তুকি দিলেও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা
বাজেটে ভর্তুকি দিলেও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা
হজ কার ওপর ফরজ এবং এর কী ফজিলত
হজ কার ওপর ফরজ এবং এর কী ফজিলত
পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহতের দাবি ভারতীয় সেনাবাহিনীর
পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহতের দাবি ভারতীয় সেনাবাহিনীর
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ