আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৯ আসনে ১৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। এদের মধ্যে ৮ জনকে বৈধ, দুজনকে অবৈধ এবং তিন জনের মনোনয়ন স্থগিত করে দুই ঘণ্টার সময় দেওয়া হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং অফিসার সাবিরুল ইসলাম ঢাকা-৯ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
বাদ পড়া দুই প্রার্থী হলেন, বাংলাদেশ তরীকত ফেডারেশনের (বিটিএফ) প্রার্থী মো. সাদ ভূইয়া এবং তৃণমূল বিএনপির মোসা. রুবিনা আক্তার (রুবি)। এদের মধ্যে সাদ ভূইয়ার প্রার্থিতা বাতিল করা হয়েছে প্রস্তাবকারীর সই না থাকায়। আর মোসা. রুবিনা আক্তারের (রুবি) প্রার্থিতা বাতিল করা হয় আয়কর রিটার্ন দাখিল না করার কারণে।
আর বাংলাদেশ জাতীয় পার্টির মো. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মো. মাহিদুল ইসলাম এবং মুক্তি জোটের মো. নুরুল হোসাইনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে। তাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য ২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।