আনম্যান্ড কম্ব্যাট এরিয়াল ভেহিক্যাল (ইউসিএভি) অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠান সোমবার (৪ ডিসেম্বর) চট্টগ্রামের পতেঙ্গায় আর্মি এভিয়েশন গ্রুপের অধীন এভিয়েশন ফরোয়ার্ড বেস-এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, অন্তর্ভুক্ত করা আনম্যান্ড কম্ব্যাট এরিয়াল ভেহিক্যালগুলোর মাধ্যমে চলমান যেকোনও অপারেশন পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব। ফলশ্রুতিতে আনম্যান্ড কম্ব্যাট এরিয়াল ভেহিক্যালের অর্ন্তভুক্তিকরণ সেনাবাহিনীর অপারেশন পরিধি বৃদ্ধির পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশেষ অবদান রাখবে। অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, অসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তা, বিদেশি কূটনীতিক এবং স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।