বাংলাদেশের উন্নয়নের প্রধান অন্তরায় দুর্নীতি বলে মনে করে দুদকের কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা)। সংগঠনটির নেতারা বলছেন, ‘দুর্নীতিবাজরা অপরাধলব্ধ সম্পদ দেশের বাইরে পাচার করেছে, সেগুলো ফিরিয়ে এনে দেশের কাজে লাগানো সম্ভব।
শনিবার (৯ ডিসেম্বর) ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস’ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি মশিউর রহমান ও সেক্রেটারি সৈয়দ নজরুল ইসলাম এ মত ব্যক্ত করেন।
তারা বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা নিয়ে দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনা এবং পাচার হওয়া সম্পদ দেশে ফিরিয়ে আনতে পারার মধ্যে দিয়ে দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব। দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই কেবল বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বলে মনে করেন তারা। এ লক্ষ্যে সংগঠনটির সব সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
বিবৃতিতে বলা হয়, ইউনাইটেড নেশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশান (আনকাক) এ অনুস্বাক্ষর করা ও এগমন্ড গ্রুপের সদস্য হওয়ার ফলে এখন পাচারকৃত অপরাধলব্ধ সম্পদ দেশে ফিরিয়ে আনার যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা ডুসার সদস্যরা কাজে লাগাবে। এ লক্ষ্যে মুদ্রা পাচার বিষয়ক অনুসন্ধান ও তদন্ত যেনও দুদক করতে পারে, সে বিষয়ে মানিলন্ডারিং বিধিমালা দ্রুত সংশোধন করার জন্যেও তারা সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।
‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন (ডুসা) শনিবার (৯ ডিসেম্বর) নানা আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করেছে। পাশাপাশি ডুসার সদস্যগণ দুর্নীতি দমন কমিশন আয়োজিত দিবস উদ্বোধন ও আলোচনা সভায়ও অংশ নিয়েছেন।
দেশ-বিদেশে সবার মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা ছড়িয়ে দেওয়ার যে লক্ষ্য নিয়ে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হচ্ছে, তা বাস্তবায়নে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।