বিখ্যাত সাহাবি হজরত আবু সাঈদ খুদরি (রা.) বর্ণনা করেন, একবার আল্লাহর রাসুল (সা.)-এর কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসুল, বহু করজ (ঋণ) ও বহু দুশ্চিন্তা আমাকে ঘিরে ধরেছে। তখন রাসুল (সা.) বললেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেবো না, যা পাঠ করলে আল্লাহ্তায়ালা তোমার সমস্ত ঋণ পরিশোধ ও সমস্ত দুশ্চিন্তা দূর করে দেবেন? সে বলল, জি, অবশ্যই। রাসুল (সা.) বললেন, তুমি সকাল-সন্ধ্যায় এই দোয়া পাঠ করবে-
উচ্চারণ:
আল্লা-হুম্মা ইন্নী আউজু বিকা মিনাল হাম্মি ওয়াল হুযনি, ওয়া আউজু বিকা মিনাল আজযি ওয়াল কাছালি, ওয়া আউজু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি, ওয়া আউজু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কহরির রিজা-ল।
অর্থ:
হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি- দুশ্চিন্তা ও দুর্ভাবনা থেকে, আরও আশ্রয় চাচ্ছি অক্ষমতা ও অলসতা থেকে, আরও আশ্রয় চাচ্ছি ঋণের ভারে জর্জরিত হওয়া ও মানুষের চাপের সম্মুখীন হওয়া থেকে। (মেশকাত, পৃষ্ঠা : ২১৫)
ওই লোকটি বলেন, আমি যথারীতি হুজুর (সা.)-এর কথা মতো সকাল-সন্ধ্যায় এই আমল শুরু করে দিলাম। ফলে আল্লাহ্পাক আমার সমস্ত ঋণ আদায় এবং আমাকে সর্ব প্রকার চিন্তা-পেরেশানি থেকে মুক্ত করে দিলেন। (খাযায়েনে কোরআন ও হাদিস, পৃষ্ঠা : ৩৩)
লেখক: গণমাধ্যমকর্মী, শিক্ষক, মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ, ঢাকা