X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

সকল নাশকতার বিভাগীয় তদন্তের আহ্বান সুজনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৪, ১৬:৩৫আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৬:৩৫

নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে যানবাহনে নাশকতা বন্ধের আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক-সুজন

শনিবার (৬ জানুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, আমরা অত্যন্ত মর্মবেদনা এবং গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুরু হওয়া অগ্নিসন্ত্রাস ও নাশকতা কিছুতেই থামছে না।

এতে উল্লেখ করা হয়, গতকাল ৫ জানুয়ারি বেনাপোল এক্সপ্রেসে আরেকটি ভয়াবহ নাশকতার ঘটনায় ৪ জনের প্রাণহানি ঘটলো এবং অগ্নিদগ্ধ হলো আরও কিছু মানুষ। ২৮ অক্টোবর ২০২৩-এর পর থেকে ট্রেনে আগুন এবং নাশকতার ঘটনায় এ পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একদিকে যেমন নির্বাচনি প্রচারণার কাজ চলছে, অন্যদিকে নির্বাচন বর্জনের আহ্বানেও চলছে রাজনৈতিক আন্দোলন। পাশাপাশি ঘটছে অগ্নিসন্ত্রাস ও বিভিন্ন ধরনের নাশকতা। এতে ঘটছে প্রাণহানি এবং ধ্বংস হচ্ছে জাতীয় ও ব্যক্তিগত সম্পদ।

আমরা সুজন-এর পক্ষ থেকে এ সকল অগ্নিসন্ত্রাস ও নাশকতার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।

সুজন সভাপতি এম হাফিজউদ্দিন খান ও সম্পাদক বদিউল আলম মজুমদারের সই করা বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক আন্দোলনের মধ্যেই এই সকল অগ্নিসন্ত্রাস ও নাশকতার ঘটনা ঘটায় প্রাথমিকভাবে এর দায় চাপছে আন্দোলনকারীদের ওপর। সরকারের পক্ষ থেকেও আন্দোলনকারীদের দায়ী করা হচ্ছে। অপরদিকে আন্দোলনকারীরা এই দায় অস্বীকার করছে এবং সরকারের এজেন্টরা এ সকল ঘটনা ঘটাচ্ছে বলে দাবি করছে। একইসঙ্গে তারা এ সকল ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করছে।

সুজনের ভাষ্য, আমরা মনে করি এই ধরনের ঘটনা অত্যন্ত ঘৃণ্য ও ন্যাক্কারজনক। ঘটনাগুলো যেই ঘটাক, এটা তাদের হীন মানসিকতার পরিচায়ক। আমরা নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে বিচারিক প্রক্রিয়ায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানাচ্ছি।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু
নাশকতা মামলায় বিএনপির জেলা সভাপতিসহ ৮ নেতাকর্মী কারাগারে
ভারতে এক ট্রেনে আগুন আতঙ্ক, অন্য ট্রেনের নিচে কাটা পড়ে দুইজন নিহত
সর্বশেষ খবর
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেদের সক্ষমতা বাড়ানো জরুরি
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেদের সক্ষমতা বাড়ানো জরুরি
‘বাংলাদেশ দলে খেলতে না পারলে আমি মরে যাবো না’
‘বাংলাদেশ দলে খেলতে না পারলে আমি মরে যাবো না’
ডাটাবেজ প্রজেক্টের নামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিষ্পত্তির নির্দেশ
ডাটাবেজ প্রজেক্টের নামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিষ্পত্তির নির্দেশ
১৪ দলের বৈঠক ডেকেছেন শেখ হাসিনা, কী থাকবে এজেন্ডায়?
১৪ দলের বৈঠক ডেকেছেন শেখ হাসিনা, কী থাকবে এজেন্ডায়?
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ