X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

বিদেশি অবৈধ শ্রমিকদের কারণে দেশের অর্থনীতি ধ্বংস হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৪আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৪

বাংলাদেশে কর্মরত বিদেশি অবৈধ নাগরিকরা ট্যাক্স ও ভ্যাট না দিয়ে টাকা পাচার করছে। ফলে বাংলাদেশের অর্থনীতি ক্রমান্বয়ে ধ্বংস হচ্ছে। এতে মানবাধিকার ও জাতীয় নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘অবৈধ বিদেশি খেদাও আন্দোলন’ নামে এক সংগঠনের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন।

তিনি বলেন, গত দেড় দশক ধরে বাংলাদেশে ১০ লাখের বেশি বিদেশি শ্রমিক অবৈধভাবে কর্মক্ষেত্র দখল করে রেখেছে। এর ফলে দেশের নাগরিকরা যোগ্যতা অনুযায়ী নিয়োগ পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

যোগ্যতা অনুযায়ী নিয়োগ পাওয়া সাংবিধানিক অধিকার জানিয়ে তিনি বলেন, গত দেড় দশকে বাংলাদেশে বেকার সমস্যা চরম আকার ধারণ করেছে। দেশে বর্তমানে বেকারত্বের হার ১২ শতাংশ, যা এযাবৎকালের সর্বোচ্চ। এ সমস্যা এমন আকার ধারণ করেছে যে দেশের নাগরিকরা কর্ম খুঁজতে গিয়ে বঙ্গোপসাগর ও ভূমধ্যসাগরে মৃত্যুবরণ করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে কর্মরত অবৈধ বিদেশিরা ২০১৭ সাল থেকে প্রতি বছর ১০ দশমিক ২ বিলিয়ন ডলার নিজ দেশে নিয়ে যাচ্ছে। অবৈধ হওয়ায় তারা ট্যাক্স ও ভ্যাট না দিয়ে টাকা পাচার করছে। ফলে দেশের অর্থনীতি ক্রমান্বয়ে ধ্বংস হচ্ছে। এতে মানবাধিকার ও জাতীয় নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে। এরপরও রাষ্ট্র বা সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সংগঠনটির সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মুহাম্মদ মহসিন রশিদ বলেন, আমরা প্রতিটি রাজনৈতিক দলকে আহ্বান জানাবো। সেটা আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রলীগ, ছাত্রদল, যুবলীগ, যুবদল—যেই হোক না কেন, সবাইকেই আমরা আহ্বান জানাচ্ছি। যারা আমাদের এজেন্সিগুলোয় কাজ করেন, তাদের একটা বড় দায়িত্ব হচ্ছে এই দেশটাকে রক্ষা করা। বাংলাদেশের জন্য যা করা দরকার, সেটাই আপনাদের করতে হবে। আমি সবাইকে আহ্বান করবো আপনারা এগিয়ে আসেন, আমাদের সঙ্গে যোগ দেন, সহায়তা করেন।

তিনি আরও বলেন, আপনারা দেখছেন যে বিদেশি অনেক নাগরিক এখানে অবৈধভাবে কাজ করে যাচ্ছে। বৈধভাবে যারা কাজ করছেন, তাদের নিয়ে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু বিদেশি অবৈধ শ্রমিকের কারণে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সমস্যা হচ্ছে। তাই আমরা চাই সরকার এদের দেশে ফেরত পাঠিয়ে আমাদের বেকার সমস্যা দূর করবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ডেমক্রেটিক পার্টির চেয়ারম্যান আবু তাহের, গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক মিয়া মশিউজ্জামান, অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, মেজর মোহাম্মদ মিজানুর রহমান (অব.) ও অ্যাডভোকেট মো. আফাজুল হকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা।

/এএজে/এনএআর/
সম্পর্কিত
অর্থনৈতিক সংকট মোকাবিলা করে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ: সালমান এফ রহমান
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
সর্বশেষ খবর
মে দিবসে বন্দরগুলোতে আমদানি-রফতানি বন্ধ
মে দিবসে বন্দরগুলোতে আমদানি-রফতানি বন্ধ
মে দিবসে রাজপথে স্লোগানমুখর শ্রমজীবীরা
মে দিবসে রাজপথে স্লোগানমুখর শ্রমজীবীরা
একাধিক রুশ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা
একাধিক রুশ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’