শপথ নিয়েছে গুলশান সোসাইটির নবনির্বাচিত একাদশ কার্যকরী কমিটি। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) গুলশানের ওয়েস্টিন হোটেলে এই শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শপথ পাঠ করান গুলশান সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার নুরুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী সভাপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা।
১৯ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, মহাসচিব সৈয়দ আহসান হাবীব, সহ-সভাপতি সৈয়দ আলমাস কবির ও ইশরাত জাহান এবং আলী আশফাক (এফসিএ) কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।