রাজধানীর শাহজাহানপুর ঝিল মসজিদের পাশে একটি পাঁচ তলা ভবনের নিচ তলায় বাসার গ্যাস লিকেজ মেরামতের সময়ে দুই দফায় আগুনে ওই ভবনের দারোয়ান ও তার মেয়েসহ সাত জন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তিন জন ও সন্ধ্যায় চার জন দগ্ধ হন।
দগ্ধরা হচ্ছেন-দারোয়ান মো. বাচ্চু মিয়া (৪৫), মিন্টু হাওলাদার (৪০), তার মেয়ে মারিয়া ইসরাত (১৯), সেনেটারি মিস্ত্রি মনির হোসেন (৪১), আলী আকবর (৩৫), মনির হোসেন (৪১) ও সিরাজ শেখ (৪০)।
তাদের মধ্যে সিরাজ শেখ স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকি ছয় জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে তিন জন ও সন্ধ্যায় তিন জন এসেছে। তাদের মধ্যে মিন্টু হাওলাদারের ৪০ শতাংশ ও আলী আকবর ২২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ভর্তি দেওয়া হয়েছে। মো. দেলোয়ারের ৮ শতাংশ দগ্ধ, তাকে অবজারভেশনে রাখা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এছাড়া মারিয়া ইসরাতের ৩ শতাংশ, মনিরের ১ শতাংশ ও বাচ্চুর ৬ শতাংশ দগ্ধ হয়েছে বলেও জানান চিকিৎসক।
দেলোয়ারের ভাই জালাল বলেন, ভবনটির নিচ তলার ফ্ল্যাটের বাথরুমে ও রান্নাঘরে মাঝেমধ্যেই গ্যাসের গন্ধ পাওয়া যেতো। তবে কোথা থেকে লিকেজ হতো তা সকালে নিজেরাই (দারোয়ানরা) মেরামত করার সময় একবার আগুন লেগে তিন জন দগ্ধ হয়। পরে মিস্ত্রি এনে সন্ধ্যায় আবার মেরামত করার সময় বাকিরা দগ্ধ হয়। নিচ তলার একটি কক্ষে দারোয়ান মিন্টু তার স্ত্রী ঝর্ণা আক্তার ও মেয়ে থাকতো।