X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

ক্যাম্পাসে ইফতার পার্টি বন্ধের বিজ্ঞপ্তি, প্রতিবাদে গণইফতার

আতিক হাসান শুভ
১২ মার্চ ২০২৪, ২১:২০আপডেট : ১২ মার্চ ২০২৪, ২১:২০

দেশের দুটি বিশ্ববিদ্যালয়ে ‘ইফতার পার্টি’ বন্ধের প্রতিবাদে সারা দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ‘গণইফতার’ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১২ মার্চ) পবিত্র মাহে রমজানের প্রথম রোজায় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ আরও বেশ কয়েকটি কলেজ-বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের গণইফতার সোমবার (১১ মার্চ) প্রধানমন্ত্রীর নির্দেশনা উল্লেখ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. মুহাম্মদ আলমগীর সরকারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে নোবিপ্রবি ক্যাম্পাসের অভ্যন্তরে এবারের রোজায় ইফতার পার্টি আয়োজন না করার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগের দিন রবিবার (১০ মার্চ) ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টি আয়োজন না করার অনুরোধ জানিয়ে একই ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণইফতার এরই প্রতিবাদে মঙ্গলবার দেশব্যাপী কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে গণইফতার কর্মসূচির আয়োজন করা হয়েছে।  গণইফতার কর্মসূচির বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহাদাত হোসেন বলেন, ‘বাঙালি মুসলমানের ঐতিহ্য ইফতার মাহফিল। দেশের দুটি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ক্যাম্পাসে ইফতার মাহফিল নিষিদ্ধ করার মাধ্যমে দেশ থেকে ইসলামি সংস্কৃতি বাদ দেওয়ার পাঁয়তারা করছে। আমরা তার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই গণইফতার কর্মসূচি পালন করেছি। ওই দুই বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমরা সাধারণ শিক্ষার্থীরা আহ্বান জানাই— তারা যেন তাদের আদেশ প্রত্যাহার করে নেয়। আশা করি, আর কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন এ ধরনের সিদ্ধান্ত না নেয়।’

বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণইফতার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাত বলেন, ‘আমাদের ক্যাম্পাসে ইফতার পার্টি নিষেধ করার প্রতিবাদে আজকে বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা মিলে ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ইফতার করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন নিষেধাজ্ঞার প্রতি ধিক্কার জানিয়ে আমাদের গণইফতার কর্মসূচি করেছি। বিশ্ববিদ্যালয় হচ্ছে সম্প্রীতির জায়গা। এখানে নির্বিঘ্নে সব ধর্মবর্ণের মানুষ তাদের ধর্মীয় রীতিনীতি পালনের অধিকার রাখে। তাদের অধিকার ক্ষুণ্ন করার অধিকার বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণইফতার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হৃদয় বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের অহেতুক এক বিজ্ঞপ্তির কারণে আজ দেশব্যাপী প্রতিবাদের ঝড় উঠেছে। ভাবতেই অবাক লাগে— ৯০ শতাংশ মুসলিম জনগোষ্ঠীর দেশে এক দল ইফতার-মাহফিল নিষিদ্ধের পরিকল্পনা করছে। আমি মনে করি, শুধু মুসলিম না ক্যাম্পাসগুলোতে সব ধর্মবর্ণের মানুষের স্বাধীনতা আছে। এমন নিন্দনীয় বিজ্ঞপ্তির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের ক্ষমা চাওয়া উচিত।’

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ে গণইফতার শাবিপ্রবি ও নোবিপ্রবি প্রশাসনের ইফতার পার্টি নিষিদ্ধের বিজ্ঞপ্তির পরই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। পরবর্তী সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা নিজ উদ্যোগে ইফতার-মাহফিল করতে পারবেন। তবে প্রশাসন এতে কোনও ধরনের আর্থিক সহায়তা দেবে না। ইফতার পার্টির নামে বিশৃঙ্খলা বা অরাজগতা সৃষ্টি করা যাবে না।’

 নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণইফতার নোবিপ্রবি ক্যাম্পাসে ইফতার পার্টি আয়োজন না করার নির্দেশনা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ দিদার উল আলম বলেন, ‘ইফতার পার্টির নামে কেউ যেন অরাজকতা করতে না পারে, এজন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে অনেকের অনেকরকম উদ্দেশ্য থাকে। তারা এসব অনুষ্ঠানের সুযোগ নিতে পারে। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে নজরদারি রয়েছে। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু সুন্দর স্বাভাবিক পরিবেশে ক্যাম্পাসে ইফতার করতে কোনও বাধা নেই। তবে বড় পরিসরে ইফতারের আয়োজন করলে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিতে হবে।’

/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির ইফতার অনুষ্ঠান নিয়ে সংঘর্ষে আহত আরেকজনের মৃত্যু
নতুন নোট নেই, বিকল্প উপায়ে ঈদ সালামি
‘ছোট ছোট বাচ্চারা না থাকলে জুলাই গণঅভ্যুত্থান সফল হতো না’
সর্বশেষ খবর
আনচেলত্তির নিয়োগ ভালো চোখে নেননি ব্রাজিলের প্রেসিডেন্ট
আনচেলত্তির নিয়োগ ভালো চোখে নেননি ব্রাজিলের প্রেসিডেন্ট
নিজ বাড়ি থেকে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার
নিজ বাড়ি থেকে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার
সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র
সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র
ইশরাককে মেয়র পদে শপথ করানোর দাবিতে নগরভবনের সামনে বিক্ষোভ
ইশরাককে মেয়র পদে শপথ করানোর দাবিতে নগরভবনের সামনে বিক্ষোভ
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
সোনালী ব্যাংকের নিজস্ব পেমেন্ট সুইচ চালু
সোনালী ব্যাংকের নিজস্ব পেমেন্ট সুইচ চালু