X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

বাংলা ট্রিবিউনের গবেষক আজমল হোসেন আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৪, ১০:২৩আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১১:৩৭

বাংলা ট্রিবিউনের গবেষণা বিভাগের তরুণ গবেষক আজমল হোসেন নীল আর নেই। বুধবার (৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার বয়স হয়েছিল ৩২ বছর। 

নীল রাজধানীর ধানমন্ডিতে একটি মেস বাসায় ভাড়া থাকতেন। তার মেসের সদস্যরা জানিয়েছেন, গতকাল (বুধবার) সন্ধ্যা থেকে নীলের বুকে ব্যথা অনুভব হয়েছিল বলে তাদের জানিয়েছিলেন। তবে সেভাবেই তিনি বাজারেও গেছেন। পরে রাত ১১টার দিকে তার কোনও সাড়া-শব্দ না পেয়ে মেসের অন্য সদস্যরা গিয়ে দেখেন তিনি অচেতন হয়ে বিছানায় পড়ে আছেন। তাকে দ্রুত রাজধানী সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রাতেই নীলের মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই আজ তাকে দাফন করা হবে। 

অ্যাম্বুলেন্সে নীলের নিথর মরদেহ (ছবি: সাজ্জাদ হোসেন)

নীলের গ্রামের বাড়ি রাজশাহীর কাজলায়। তার বাবা মৃত আলী আক্কাস এবং মা আফরোজা বেগম। একমাত্র বোন রাজশাহীর একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়াশোনা করছেন। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন।

আজমল হোসেন নীল রাজশাহীর অগ্রনী স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০০৯ সালে এসএসসি এবং ২০১১ সালে এইচএসসি পাস করেন। পরে রাজধানীর স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকে (বিবিএ) পড়াশোনা করেন। ২০১৫ সালে বাংলা ট্রিবিউনের একটি জরিপে কন্ট্রিবিউটর হিসেবে কাজ শুরু করেন নীল। পরে ২০১৭ সালের ১ আগস্ট তিনি নিয়মিত কর্মী হিসেবে বাংলা ট্রিবিউনের গবেষণা বিভাগে যোগ দেন।

নীলের মৃত্যুতে বাংলা ট্রিবিউন পরিবার শোকাহত। গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলা ট্রিবিউনের সম্পাদক  জুলফিকার রাসেল ও প্রকাশক কাজী আনিস আহমেদ।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
দেওয়ানগঞ্জে ডিবি পুলিশের ওপর হামলা করে দুই আসামি ছিনতাই
দেওয়ানগঞ্জে ডিবি পুলিশের ওপর হামলা করে দুই আসামি ছিনতাই
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
জুলাই অভ্যুত্থানে ছাত্র নিহতের মামলার আসামি মৃত দুই আওয়ামী লীগ নেতা
জুলাই অভ্যুত্থানে ছাত্র নিহতের মামলার আসামি মৃত দুই আওয়ামী লীগ নেতা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু