X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২
নরসিংদীতে রবিউল হত্যার রহস্য উন্মোচন 

অটোরিকশা ছিনতাইয়ে হত্যা বেড়েছে, প্রতিরোধে পিবিআইয়ের সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২৪, ১৫:৪২আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১৬:০০

২০২৩ সালের ২৯ অক্টোবর নরসিংদীর শিবপুর থানাধীন এলাকার সাতপাইকা পাকা রাস্তার পাশে ধানক্ষেতে এক অজ্ঞাতনামা তরুণের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তি ও স্থানীয় লোকজনের সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হয়। রবিউল ইসলাম (২০) নামে ওই তরুণের সঙ্গে কোনও মোবাইল ফোনও ছিল না। ক্লুলেস এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি বলছে, মাদক ও অনলাইনে জুয়ার টাকা জোগাড় করতে রবিউলের ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিকভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

এ হত্যাকাণ্ডে সম্পৃক্ততার সন্দেহে এখন পর্যন্ত সাত জনকে গ্রেফতার করেছে পিবিআই। এছাড়াও হত্যাকাণ্ডে সরাসরি জড়িত একজন পলাতক রয়েছে বলে জানানো হয়। গ্রেফতাররা হলো, মো. নাহিদ শেখ (২২), মো. হুমায়ুন (৪০), মো. লিটন খান (৪৫), জুবায়ের হাসান অমি (১৯), শাজিদুল ইসলাম হাসিব (১৯), রাকিবুল (২০) ও জুয়েল (২০)।

বুধবার (৩ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডি পিবিআই হেডকোয়ার্টার্সে আয়োজিত ক্লুলেস হত্যার রহস্য উদ্ঘাটন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদী জেলার পিবিআই পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন মান্নান।

‘সম্প্রতি অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যার প্রবণতা বেড়েছে’ বলেও সংবাদ সম্মেলনে জানান এই পুলিশ কর্মকর্তা। ভয়ঙ্কর নেশা থেকে জুয়া, ছিনতাই ও হত্যা প্রতিরোধে বেশ কয়েকটি উদ্যোগ সুপারিশ করেন। তিনি বলেন, ‘এই ছিনতাই ও হত্যা প্রতিরোধে প্রতিটি ব্যাটারিচালিত অটোরিকশার তিন দিকে গ্রিলের তৈরি গেট নির্মাণ করতে হবে। চালকের পাশে কোনও যাত্রী তোলা যাবে না। প্রয়োজনের গাড়িতে জিপিএস ট্র্যাকার অন্তর্ভুক্ত করতে হবে এবং এসব গাড়ির রেজিস্ট্রেশনের আওতায় আনতে হবে।’

রবিউল হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ভুক্তভোগী রবিউল ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। তার সহজ-সরলতা দেখেই আসামিরা অটোরিকশাটি ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরে বন্ধুরা মিলে ঘুরতে যাওয়ার কথা বলে নির্দিষ্ট সময়ে নির্জন স্থানে ডেকে নেওয়া হয়। এরপর বিভিন্ন স্থান ঘুরিয়ে হত্যা উপযুক্ত স্থান খুঁজে এই তরুণকে হত্যার পর অটোরিকশাটি নিয়ে নিয়ে যায় তারা।

পরে গাড়িটি একটি গ্যারেজে বিক্রি করা হয়। গাড়িটি যেন কেউ চিনতে না পারে, সেজন্য গাড়ির রং ও কিছু পার্টসও পরিবর্তন করা হয়েছিল উল্লেখ করে পিবিআইয়ের এই কর্মকর্তা বলেন, ‘যেই গ্যারেজ থেকে রিকশাটি উদ্ধার করা হয়, সেটির মালিক আসামি মো. লিটন খান অটোরিকশাটি ৩০ হাজার টাকায় কেনার বিষয়টি স্বীকার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আসামি নাহিদকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় যারা নাহিদের কাছে ছিনতাইকৃত অটোরিকশাটি নিয়ে আসছিল তাদেরও নাম জানায়। হত্যার সঙ্গে জড়িত আসামিরা ঘটনার পরে গা ঢাকা দেয়। মামলার ঘটনার তদন্তে তদন্তকারী একাধিক চৌকস টিম নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, ভৈরব, কিশোরগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান করে। অভিযানে ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। 

তিনি বলেন, হত্যাকারী দুজনসহ গাড়ি কেনা-বেচা, রং ও মডেল পরিবর্তন ও সংরক্ষণের সংশ্লিষ্ট মোট পাঁচ আসামি নিজেদের সম্পৃক্তর কথা স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

তাদের দেওয়া তথ্যমতে জানা যায় যে, ভিকটিম রবিউল হত্যাকাণ্ড ও অটোরিকশা ছিনতাইয়ে প্রত্যক্ষভাবে জড়িত আসামি অমি, নিহাল, হাসিব একই সঙ্গে চলাফেরা করতো। তারা নিয়মিত মাদক সেবন করতো ও অনলাইনে জুয়া খেলতো। একপর্যায়ে আসামিরা মাদক ও জুয়ার টাকা সংগ্রহের জন্য অটো ছিনতাইয়ের পরিকল্পনা করে। তারা সহজ-সরল অটোচালক ভিকটিম রবিউল ইসলামকে চিনতো এবং রবিউলকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাইয়ের পরিকল্পনা করে।

পরবর্তী সময়ে আসামি রাকিব, নাহিদ, জুয়েল ও হুমায়ুন অটোরিকশাটির রং ও মডেল পরিবর্তন বিক্রয় ও হস্তান্তর করে এবং আসামি লিটন খান ৩০ হাজার টাকায় গাড়িটি কিনে নেয়।

মো. এনায়েত হোসেন মান্নান বলেন, আসামি অমির স্বীকারোক্তি মতে আসামি নাহিদের চাচাতো ভাই বিশালের বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতিটি উদ্ধার করা হয়। পলাতক আসামি নেহালকে ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
গণ-অভ্যুত্থানে নিহত রিয়ার মৃত্যুর ১১ মাস পর মামলা
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
চুরির অপবাদ দিয়ে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যা, ‘মূলহোতা’ গ্রেফতার
সর্বশেষ খবর
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
পোশাক রফতানি থেকে এলো ৩৯ দশমিক ৩৫ বিলিয়ন ডলার
পোশাক রফতানি থেকে এলো ৩৯ দশমিক ৩৫ বিলিয়ন ডলার
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১৬
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১৬
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি