X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারি কর্মচারী প্রযুক্তি ব্যবহার বাড়ানোর তাগিদ  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ জুলাই ২০২৪, ০০:৩১আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০০:৩১

 বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ‘সরকারি কর্মচারী ব্যবস্থাপনা’ পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

রবিবার (৭ জুলাই ২০২৪) বিয়াম ফাউন্ডেশনের অডিটোরিয়ামে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এক প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতির (গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম-জিইএমএস) অধীনে অরগানাইজেশন ম্যানেজমেন্ট সিস্টেম-ওএমএস এর মাধ্যমে মন্ত্রণালয় বা বিভাগ ও আওতাধীন সংস্থার সাংগঠনিক কাঠামো বা অরগানোগ্রামের তথ্যাদি অন্তর্ভুক্তির জন্য আয়োজিত প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত হয়েছে। গত ৫ মে থেকে ৬ জুন পর্যন্ত মোট ১৫টি ব্যাচে পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণে ১৫০টি প্রতিষ্ঠানের ৩০০ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

প্রধান অতিথি তার বক্তব্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারি কর্মচারীদের দক্ষতা ও উদ্ভাবনী চিন্তা-চর্চার ওপর গুরুত্ব আরোপ করেন। মন্ত্রী জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের তত্বাবধানে নির্মিত ডিজিটাল প্লাটফর্ম জিইএমএস বাস্তবায়নের ফলে মানব-সম্পদ ব্যবস্থাপনা হবে স্মার্ট। জিইএমএস-এর মাধ্যমে সরকারের প্রশাসনে শূন্য পদের তালিকা সহজেই পাওয়া যাবে। ফলে নিয়োগ ও পদায়ন প্রক্রিয়ায় সরকারের সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। কর্মসম্পাদন ব্যবস্থাপনায় প্রচলিত এসিআর সিস্টেমের পরিবর্তে কর্মপরিকল্পনাভিত্তিক স্মার্ট এপিএআর সিস্টেম শিগগিরই প্রবর্তিত হতে যাচ্ছে। ফলে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে পদায়ন করা সহজ হবে।

স্মার্ট বাংলাদেশ গঠনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দক্ষ এবং যোগ্য করে গড়ে তোলার জন্য যে প্রশিক্ষণ দেওয়া হয়, তার তথ্য উপাত্ত এই সিস্টেম থেকে সহজেই পাওয়া যাবে বলেও জানান মন্ত্রী।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দফতর সংস্থার প্রধান এবং মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা। এছাড়াও উক্ত অনুষ্ঠানে জিইএমএস-সহ বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ ও প্রশিক্ষণগ্রহণকারী বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়লো আরও ৬০ দিন
১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইনবন্ধ হচ্ছে সব ধরনের আন্দোলন-সংগ্রাম কর্মসূচি
সর্বশেষ খবর
এনসিপির কর্মসূচিতে আসেননি কোনও দলের শীর্ষ নেতা
এনসিপির কর্মসূচিতে আসেননি কোনও দলের শীর্ষ নেতা
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
আ.লীগের বিচারের আগে কোনও নির্বাচন জনগণ মেনে নেবে না: চরমোনাই পীর
আ.লীগের বিচারের আগে কোনও নির্বাচন জনগণ মেনে নেবে না: চরমোনাই পীর
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান