মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান বলেছেন, পদ্মা সেতু শুধু সেতুই নয়, বাঙালি জাতির উন্নয়নের প্রতীক। এই সেতু আজ প্রতিবাদের ভাষা। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে শেখ হাসিনা প্রমাণ করেছেন, বাঙালি জাতি কখনোই বিশ্ব মোড়লের ধার ধারে না।
শনিবার (১৩ জুলাই) দুপুরে ফরিদপুরের শহরের টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের (প্রথম সংশোধিত) ১৮০ কোটি টাকা ব্যয়ে কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুইশ’ কোটি টাকা ব্যয়ে টেপাখোলা লেক সংস্কারের উদ্যোগ নিয়েছেন। এই টেপাখোলা লেককে কেন্দ্র করেই গড়ে উঠবে ফরিদপুরের নতুন উপশহর।’
প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘আমরা উন্নয়নের মহাসড়কে দাঁড়িয়ে আছি। ফরিদপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন খুব শিগগিরই পূরণ হতে চলেছে। আমি এখনই তা প্রকাশ করতে চাই না।’
জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেনের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও ছিলেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য আয়মন আকবর চৌধুরী লাবলু, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী, সংরক্ষিত নারী আসনের এমপি ঝর্ণা হাসান প্রমুখ।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রাণিসম্পদমন্ত্রী ফরিদপুর এলজিইডি ভবনে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ প্রকল্পের আওতায় দুস্থ নারীদের মাঝে চেক বিতরণ করেন। এছাড়া বিকাল সাড়ে ৩টায় নির্বাচনী এলাকার ফরিদপুর সদর ও বোয়ালমারী উপজেলার সংযোগস্থল কাদিরদী বাজারের কুমার নদে ৮০ মিটার ব্রিজ উদ্বোধন এবং বিকাল সাড়ে ৪টায় মধুখালী উপজেলার কামারখালী ভায়া জামালপুর আঞ্চলিক মহাসড়ক উদ্বোধন শেষে স্থানীয়দের আয়োজনে এক জনসভায় বক্তব্য রাখেন।