X
রবিবার, ১৮ মে ২০২৫
৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সালমান এফ রহমানের প্রতিষ্ঠানে ৩৮০ কর্মচারীর ৩১ মাসের বেতন বাকির অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৪, ১৮:২৮আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১৮:২৮

সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সাইনোভিয়া ফার্মা পিএলসি’র ৩৮০ জন ৩১ মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ওই প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা। তারা দ্রুত বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছেন। একইসঙ্গে তারা বর্তমান সরকারের কাছে বেক্সিমকোর নিয়ন্ত্রণাধীন সাইনোভিয়া ফার্মার ৩৮০ জন শ্রমিক-কর্মচারীর পক্ষে যেন ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হয় সে দাবিও করেছেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয় ‘সাইনোভিয়া ফার্মা পিএলসি’র সাধারণ কর্মচারী’ ব্যানারে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সভাপতি মো. মাহমুদ হাসান বলেন, সদ্যবিদায়ী স্বৈরশাসক কীভাবে আইনি কাঠামোর অপপ্রয়োগ করে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে একটি ভিত্তিহীন মামলায় শাস্তি দিয়েছিল, যেখানে তিনি তার শ্রমিক-কর্মচারীদের বাংলার ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ সুবিধা এবং মুনাফার অংশ দিয়েছিলেন। অন্যদিকে সালমান এফ রহমান ২০২১ সালে দেশের স্বনামধন্য বহুজাতিক ফার্মাসিউটিক্যালস কোম্পানি সানোফি বাংলাদেশ লিমিটেড (বর্তমানে সাইনোভিয়া ফার্মা পিএলসি) এর মালিকানা ও কর্তৃত্ব কিনে স্বৈরাচারী ক্ষমতা ব্যবহারের মাধ্যমে আমাদের ৩৮০ জন শ্রমিক কর্মচারীকে ২০২২ সালের জানুয়ারি থেকে আজ পর্যন্ত (৩১ মাস) সম্পূর্ণ বেআইনিভাবে প্রাপ্য বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছেন।

তিনি বলেন, দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্ট এই শ্রমিক-কর্মচারীদের চাকরিচ্যুত না করার জন্য নির্দেশনা দিলেও তা মানা হয়নি। হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ এ শ্রমিক-কর্মচারীদের ট্রেড ইউনিয়নের (সানোফি বাংলাদেশ লিমিটেড ওয়ার্কার্স-এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, বি-২২০৭) কার্যক্রমের বৈধতা দিয়েছেন এবং এই ট্রেড ইউনিয়নের দায়ের করা অপর এক মামলায় সিবিএ নির্বাচন করার জন্য শ্রম মন্ত্রণালয়ের মহাপরিচালককে নির্দেশনা দিয়েছেন। তবে রায়ের কপি হাতে আসার আগেই সদ্য বিতাড়িত স্বৈরশাসকের তোষামোদি এক বিচারপতি মামলার বিষয়বস্তুর ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা দেন।

এ অবস্থায় ৩৮০ জন শ্রমিক-কর্মচারী ৩১ মাস ধরে বেতন-ভাতা থেকে বঞ্চিত হয়ে পরিবার-পরিজনসহ মানবেতর জীবনযাপন করছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলকে অনুরোধ জানান অভিযোগকারীরা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার চক্রবর্তী, সদস্য আতাউর রহমান প্রমুখ।

/এএজে/এফএস/
সম্পর্কিত
রায়ের সমালোচনাকারীরা আদালত অবমাননা করছেন: ইশরাক
‘অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে শিগগিরই, কেবল সাংবাদিকরাই পাবেন’
তেল বিক্রির কমিশন ৭ শতাংশ করাসহ ১০ দাবি পেট্রোল পাম্প মালিকদের
সর্বশেষ খবর
বেনাপোলে মাদকসহ ভারতীয় ট্রাকচালক গ্রেফতার
বেনাপোলে মাদকসহ ভারতীয় ট্রাকচালক গ্রেফতার
কারাগারে ফ্যান সংকট, গরমে অতিষ্ঠ আসামিরা
কারাগারে ফ্যান সংকট, গরমে অতিষ্ঠ আসামিরা
বিএনপির মতবিনিময় সভাস্থলে হামলা-ভাঙচুর, সাংবাদিকসহ আহত ৩
বিএনপির মতবিনিময় সভাস্থলে হামলা-ভাঙচুর, সাংবাদিকসহ আহত ৩
‘আমি কিছুতেই সিগারেট খাওয়া ছাড়তে পারছি না’
‘আমি কিছুতেই সিগারেট খাওয়া ছাড়তে পারছি না’
সর্বাধিক পঠিত
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো