X
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের নতুন কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৮

বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে স্টিফেন ফোর্বসকে নিযুক্ত করেছে ব্রিটিশ কাউন্সিল। নতুন পদে তিনি শিক্ষা, শিল্পকলা ও ইংরেজি ভাষার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোয় বিশেষ গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করবেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ব্রিটিশ কাউন্সিলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রিটিশ কাউন্সিলে স্টিফেন ফোর্বসের ২০ বছরেরও বেশি কাজ করার অভিজ্ঞতা রয়েছে। স্টিফেন তার কর্মজীবনের সুদূরপ্রসারী অভিজ্ঞতায় সুদান, কুয়েত ও বতসোয়ানায় কান্ট্রি ডিরেক্টর এবং পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় রিজিওনাল প্রোগ্রামস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্টিফেন ফোর্বস ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে পরিচালিত চীনের লিগ্যাল রিফর্ম প্রোগ্রামের ইউরোপীয় কো-ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেন।

এ ছাড়া তিনি লন্ডন বিজনেস স্কুল থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে এমএসসি এবং এডিনবরা ইউনিভার্সিটি থেকে মান্দারিন চায়নিজে এমএ (সম্মান) ডিগ্রি অর্জন করেন।

স্টিফেন বলেন, ‘ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর পদে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মানুষের মাঝে ইতোমধ্যে তৈরি হওয়া বন্ধনকে আরও সুদৃঢ় করা এবং আমাদের বহুমুখী কার্যক্রমের মাধ্যমে নানা সুযোগ সৃষ্টি করাই হবে আমার লক্ষ্য।

তিনি বলেন, শিল্পকলা, শিক্ষা ও ইংরেজি ভাষার বিকাশে পরিচালিত আমাদের সুদূরপ্রসারী উদ্যোগ ও প্রকল্প এই লক্ষ্যকে সামনে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে আমি ব্রিটিশ কাউন্সিল টিম এবং একই সঙ্গে আমাদের বন্ধু ও অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে চাই।

প্রত্যাশা জানিয়ে স্টিফেন বলেন, মানুষের জন্য সুযোগ তৈরির ক্ষেত্রকে আরও প্রশস্ত করতে, আমাদের শান্তিপূর্ণ সম্পর্ককে আরও টেকসই করতে এবং দীর্ঘস্থায়ী পরিবর্তনের জন্য ইতিবাচক প্রভাব তৈরির ক্ষেত্রে আমরা সবাই একসঙ্গে কাজ করব।

/এসএমএ/এনএআর/
সম্পর্কিত
ইয়েমেনে হুথি স্থাপনায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা
কাশ্মীরে হামলা নিয়ে সংবাদ প্রকাশের পর ভারতে তোপের মুখে বিবিসি
রেকর্ড দামে বিক্রি হলো টাইটানিক যাত্রীর লেখা চিঠি
সর্বশেষ খবর
চট্টগ্রাম টেস্ট জিতে খুব বেশি খুশি হননি শান্ত
চট্টগ্রাম টেস্ট জিতে খুব বেশি খুশি হননি শান্ত
লবণ দিয়ে এই কাজগুলোও করা যায়
লবণ দিয়ে এই কাজগুলোও করা যায়
মে মাসের শেষের দিকে আসছে নতুন নোট
মে মাসের শেষের দিকে আসছে নতুন নোট
এনসিপি ডিপ্লোমা প্রকৌশলী উইংয়ের প্রস্তুতি কমিটি গঠিত
এনসিপি ডিপ্লোমা প্রকৌশলী উইংয়ের প্রস্তুতি কমিটি গঠিত
সর্বাধিক পঠিত
দুই মামলায় আসামিপক্ষে কুমিল্লা আদালতে কোনও আইনজীবীকে না দাঁড়ানোর নির্দেশ
দুই মামলায় আসামিপক্ষে কুমিল্লা আদালতে কোনও আইনজীবীকে না দাঁড়ানোর নির্দেশ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রী কুড়িল থেকে উদ্ধার
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রী কুড়িল থেকে উদ্ধার
উদ্ধার মর্টার শেল নিষ্ক্রিয় করতে বিস্ফোরণে কাঁপলো গোটা গ্রাম, অর্ধশত বাড়িঘর ক্ষতিগ্রস্ত
উদ্ধার মর্টার শেল নিষ্ক্রিয় করতে বিস্ফোরণে কাঁপলো গোটা গ্রাম, অর্ধশত বাড়িঘর ক্ষতিগ্রস্ত
বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু স্ত্রীকে ধর্ষণ ছাত্রদল নেতার
বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু স্ত্রীকে ধর্ষণ ছাত্রদল নেতার
প্যারোলে মুক্তি চান দীপু মনি
প্যারোলে মুক্তি চান দীপু মনি