রাজধানীর শনির আখড়া ঢালে রাস্তা পারাপারের সময় গোয়েন্দা সংস্থার বাসের ধাক্কায় এস, এম নুর ইসলাম (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। পেশায় তিনি মৎস্য উন্নয়ন কর্পোরেশন একাউন্টস কন্ট্রোলার ছিলেন। এ ঘটনায় স্থানীয়রা গোয়েন্দা সংস্থার (এনএসআই) স্টাফ বাস ও চালককে আটক করেছে। বুধবার ( ১৮ সেপ্টেম্বর) রাত সাতটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. তসলিম বলেন, শনির আখড়া ঢালে রাস্তা পারাপারের সময় চিটাগাং রোড থেকে ঢাকাগামী গোয়েন্দা সংস্থার স্টাফ বাসটির ধাক্কায় রাস্তায় ছিঁটকে পড়ে গুরুতর আহত হন। পরে সেখান থেকে রাতে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
মৃতের ভাগ্নে পারভেজ হোসেন বলেন, তার মামা অফিস থেকে বাসায় ফেরার পথে শনির আখড়ায় অফিসের স্টাফ বাস থেকে নেমে রাস্তা পারাপারের সময় গোয়েন্দা সংস্থার একটি বাসের ধাক্কায় দুর্ঘটনার শিকার হন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
মৃত নুর ইসলাম শরীয়তপুর জাজিরা উপজেলার ওমদি কান্দি গ্রামের মৃত শামসুদ্দিন সরদারের ছেলে। বর্তমানে শনির আখড়া ছাপরা মসজিদ এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তিনি।