X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

তেজগাঁওয়ে বিদ্যুৎ বিতরণ কোম্পানিতে চাঁদাবাজি, দুজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২৪, ২৩:৩০আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ২৩:৩০

রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজার এলাকায় বিদ্যুৎ বিতরণ কোম্পানির অফিসে চাঁদাবাজির ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলো মো. বিল্লাল হোসেন (৪০) ও মো. রিপন (৩৪)।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে গত ২৬ সেপ্টেম্বর কারওয়ান বাজার এলাকা থেকে মো. জসিম উদ্দিন ওরফে কারেন্ট জসিমকে গ্রেফতার করা হয়েছিল।

শনিবার (১৯ অক্টোবর) এসব তথ্য মিডিয়া জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

চাঁদাবাজির ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর মোহাম্মদ আবু মুছা (৪৭) বাদী হয়ে তেজগাঁও থানায় একটি মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, অভিযোগকারী মোহাম্মদ আবু মুছা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) অনুমোদিত প্রতিষ্ঠান খাজা গরীবে নেওয়াজ জেনারেটর অ্যান্ড পাওয়ার ডিস্ট্রিবিউশন সেন্টার ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন পাওয়ার (আইডিপি) প্রকল্প পরিচালক পদে কর্মরত। তার প্রতিষ্ঠান বিদ্যুৎ চুরি বন্ধে ও সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে সরকারের অনুমোদিত মিটারগুলো আইডিপির অনুকূলে সংযোগ নেয়। পরে আইডিপি সংযোগগুলো সঠিকভাবে পরিচালনা করে দৈনিক বিদ্যুৎ বিল আদায় করে সরকারকে পরিশোধ করে।

মামলায় এজাহারনামীয় তিন জনসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন আইডিপির নিয়ন্ত্রিত এলাকায় বিদ্যুৎ লাইন সংযোগ গ্রহণকারী ভোক্তাদের কাছ থেকে বিভিন্ন সময় খুন-জখমের ভয়ভীতি দেখিয়ে প্রায় ২০ লাখ টাকা চাঁদা আদায় করেছে। তা সত্ত্বেও গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় তারা আইডিপির পূর্ব তেজতুরী বাজারের অফিসে এসে বিদ্যুতের লাইন চালানোর জন্য ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে প্রতিষ্ঠান ও কর্মরত কর্মচারীদের মারধর ও বড় ধরনের ক্ষতি করার হুমকি দেওয়া হয়।

এজাহারে আরও বলা হয়, পরে সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার মো. বিল্লাল হোসেন ও মো. রিপনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. বিল্লাল হোসেন ও মো. রিপনসহ এজাহারনামীয় আসামিরা কারওয়ান বাজার এলাকার চিহ্নিত চাঁদাবাজ। তাদের ভয়ে সাধারণ ব্যবসায়ীরা সব সময় ভীত-আতঙ্কিত থাকে। চাঁদা না দিলে তারা নানা রকম ভয়-ভীতি ও হুমকি দেয়।

উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গ্রেফতার মো. বিল্লাল হোসেনের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মাদক মামলা ও মো. রিপনের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা রয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

/এবি/এনএআর/
সম্পর্কিত
পারভেজ হত্যা মামলার ৪ আসামিকে গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
পল্লবীতে অস্ত্র-গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেফতার
কক্সবাজার-১ আসনের সাবেক এমপি জাফর আলম গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৫)
যশোরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৩ আওয়ামী লীগ নেতা আটক
যশোরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৩ আওয়ামী লীগ নেতা আটক
মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন
মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন
এনসিপি ‘গঠনতন্ত্র প্রণয়ন কমিটি’ গঠন
এনসিপি ‘গঠনতন্ত্র প্রণয়ন কমিটি’ গঠন
সর্বাধিক পঠিত
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক