X
মঙ্গলবার, ২০ মে ২০২৫
৬ জ্যৈষ্ঠ ১৪৩২

‘নীরব চাঁদাবাজির’ অভিযোগ, ঠেকাতে যা করছে পুলিশ

কবির হোসেন
৩০ নভেম্বর ২০২৪, ০০:০১আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০০:০১

মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েও সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। ব্যবসায়ীদের অভিযোগ, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রকাশ্যে না হলেও কোথাও কোথাও নীরবে চলছে চাঁদাবাজি। তবে এ বিষয়ে পুলিশ সদর দফতর বলছে, চাঁদাবাজি ও টেন্ডারবাজি এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ বাহিনী। দেড় মাস ধরে তাদের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে। এখন এসব বিষয়ে তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে পুলিশ। এছাড়া এ বিষয়ে কোনও তথ্য থাকলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর অনুরোধ করেছে পুলিশ সদর দফতর।

পুলিশ সদর দফতর আরও জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর চলমান অভিযান আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ অস্ত্রধারীদের কোনও ছাড় দেওয়া যাবে না। মহাসড়কে ডাকাতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে। 

সংশ্লিষ্টরা বলছেন, ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরেও চাঁদাবাজি বন্ধ হয়নি, হাত বদল হয়েছে মাত্র। জানা গেছে, ৫ আগস্টের আগে পুরো কাওরান বাজার এলাকায় বিভিন্ন খাতের অজুহাতে চাঁদাবাজি করতেন আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন। তার প্রধান সহযোগী ছিলেন রনি নামে একজন দলীয় জুনিয়র কর্মী, সঙ্গে ছিলেন আরও কয়েকজন। ৪ আগস্ট বিকালের পর থেকে তাদের আর দেখা যায়নি। তবে এর দুদিন গ্যাপ দিয়ে তৃতীয় দিন থেকেই অন্য একটি গ্রুপ কাওরান বাজারের দখল নিয়েছে বলেও অভিযোগ ব্যবসায়ীদের।

এদিকে রাজধানীর কাওরান বাজার মোড় থেকে পান্থপথ সিগন্যাল পর্যন্ত রাস্তার দুই পাশের ফুটপাতে প্রায় শ’খানেক দোকান রয়েছে। ফুটপাতে বসে ব্যবসা করা সেখানকার একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, গত ৫ আগস্টের আগে ওই এলাকার স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের কয়েকজন নিয়ন্ত্রণ করতো ওই এলাকার ফুটপাত। প্রতি দোকান থেকে দিনে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত  চাঁদা দিতে হতো তাদের। পাশাপাশি ওই এলাকায় অনুষ্ঠিত যেকোনও ধরনের রাজনৈতিক কর্মসূচি সভা-সমাবেশে অংশগ্রহণ করা তাদের জন্য ছিল বাধ্যতামূলক। এসব রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ না করলে ফুটপাত বসে ব্যবসা করতে দেওয়া হতো না তাদের।

পান্থপথ এলাকার ফুটপাতে ৮ বছর ধরে ব্যবসা করা একজন হকার নাম না প্রকাশ করার শর্তে জানান, তার ব্যবসার শুরু থেকেই প্রতিদিন তাকে নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিতে হতো। শুধু তিনি নন, তার আশপাশে বসা প্রত্যেকেই প্রতিদিন ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত  চাঁদা দিতে হতো। এছাড়াও তাদের নির্ধারিত রাজনৈতিক মিছিল-মিটিংয়েও যেতে হতো। 

তিনি আরও জানান, গত ৫ আগস্টের পর তাকে আর এইরকম চাঁদা কাউকে দিতে হচ্ছে না। তার ভাষ্য, তবে এখনও সুযোগ বুঝে কেউ কেউ মাঝে মধ্যে সেখানে চাঁদা তুলতে হাজির হন। আমরা এভাবে আর কাউকে চাঁদা দিয়ে এখানে ব্যবসা করবো না। প্রয়োজনে দোকান বন্ধ করে রাখবো, তবু কাউকে চাঁদা দেবো না।

সম্প্রতি রাজধানীর হাজারীবাগে ভবন নির্মাণ করতে গিয়ে চাঁদাবাজদের বাধার সম্মুখীন হন ঠিকাদার আলাল গাজী। তিনি হাজারীবাগে একটি ভবন নির্মাণ করছেন। ওই ভবন নির্মাণের জন্য তার কাছে ৫ লাখ টাকা চাঁদা চান জামাল ও তার সহযোগীরা। চাঁদার ৫ লাখ টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেন তারা। পরে আলাল ভয় পেয়ে ২ লাখ ২১ হাজার টাকা দেন। এ টাকা নেওয়ার পরও জামাল ও তার সহযোগীরা আবার আলালের কাছে চাঁদা দাবি করেন। টাকা দিতে না পারায় তাকে মারধর করা হয়। এ সময় স্থানীয় লোকজন জড়ো হয়ে পুলিশকে খবর দেন। পরে জামালকে হাওলাদার (৩৮) নামে একজনকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এসময় তার অন্য সহযোগীরা পালিয়ে যান।

এ প্রসঙ্গে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বাংলা ট্রিবিউনকে বলেন, চাঁদাবাজি ও টেন্ডারবাজিদের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। অক্টোবরের মাঝামাঝি থেকে তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এসব বিষয়ে কোনও তথ্য পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া আছে। এছাড়া যাদের কাছে এসব তথ্য আছে, তারা যেন দ্রুত পুলিশকে জানান। এটি আমরা অনুরোধ করছি। এ ধরনের তথ্য পাওয়া মাত্রই আমরা আইনি ব্যবস্থা নেবো।

পাশাপাশি চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ‘আপনার কষ্টের আয় থেকে কেউ চাঁদাবাজি করতে পারবে না। একজন রাস্তায় কিছু বিক্রি করে ৩০০ টাকা আয় করেন, সেখান থেকে চাঁদাবাজরা এসে ১০০ টাকা নিয়ে যায়। এটা আর চলবে না।’

স্থানীয় প্রভাবশালীদের দ্বারা চাঁদাবাজি, এসব আর সহ্য করা হবে না উল্লেখ করে তিনি বলেন, কোনও পুলিশ সদস্য চাঁদাবাজিতে জড়িত থাকলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

চাঁদাবাজির শিকার হলে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চালকদের আইনের দ্বারস্থ হওয়ার আহ্বান জানান তিনি। চাঁদাবাজি বা অন্য কোনও অভিযোগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা গ্রহণ করতে অস্বীকার করলে তাকে বরখাস্ত করা হবে বলে ঘোষণা দেন তিনি।

আরও পড়ুন:

কাওরান বাজারে চাঁদাবাজি: লোকমান থেকে নীরব

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
শাহজালাল থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারের ইঞ্জিনে ‘স্পার্ক’, জরুরি অবতরণ
রাজধানীতে প্রকাশ্যে যুবককে কোপানোর ভিডিও ভাইরাল
তেজগাঁওয়ে পিকআপের ধাক্কায় কাঁচাবাজারের শ্রমিক নিহত
সর্বশেষ খবর
নটর ডেম কলেজে দুই শিক্ষার্থীর মৃত্যু, খুলছে না রহস্যের জট
নটর ডেম কলেজে দুই শিক্ষার্থীর মৃত্যু, খুলছে না রহস্যের জট
শাহজালাল থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারের ইঞ্জিনে ‘স্পার্ক’, জরুরি অবতরণ
শাহজালাল থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারের ইঞ্জিনে ‘স্পার্ক’, জরুরি অবতরণ
বাংলাদেশে যাত্রা শুরু, আজ থেকে অর্ডার নিচ্ছে স্টারলিংক
বাংলাদেশে যাত্রা শুরু, আজ থেকে অর্ডার নিচ্ছে স্টারলিংক
স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন স্বামী
স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন স্বামী
সর্বাধিক পঠিত
ক্ষমা চাইলেন ইশরাক
ক্ষমা চাইলেন ইশরাক
বিনা টিকিটে বিমানে ওঠার চেষ্টা, শাহজালালে তোলপাড়
বিনা টিকিটে বিমানে ওঠার চেষ্টা, শাহজালালে তোলপাড়
টিসিবির ডিলার নিয়োগের নীতিমালা চূড়ান্ত
টিসিবির ডিলার নিয়োগের নীতিমালা চূড়ান্ত
‘হাসনাত আবদুল্লাহ বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় আসতে দেওয়া হবে না’
‘হাসনাত আবদুল্লাহ বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় আসতে দেওয়া হবে না’
সরকারি হাসপাতাল পরিচ্ছন্নের কাজ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা 
সরকারি হাসপাতাল পরিচ্ছন্নের কাজ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা