X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

ঢাকায় দৃষ্টিপ্রতিবন্ধীদের জাতীয় দাবা প্রতিযোগিতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ ডিসেম্বর ২০২৪, ২৩:৪২আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ২৩:৪২

‘আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস’ উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী দাবাড়ুদের জন্য দুই দিনব্যাপী জাতীয় দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঢাকার আগারগাঁওয়ে জাতীয় মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রতিযোগিতার আয়োজন করে ডিসঅ্যাবলড ওয়েলফেয়ার সোসাইটি। এতে সহযোগিতা করেছে সাইটসেভার্সের সমতার বাংলাদেশ ক্যাম্পেইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক মো. আমজুল হক।

ডিসএবলড ওয়েলফেয়ার সোসাইটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিযোগিতাটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ৪০ জন দৃষ্টিপ্রতিবন্ধী দাবাড়ুকে একত্রিত করেছে। এই প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের মধ্যে বিপুল উদ্দীপনা সৃষ্টি করেছে এবং তারা এমন একটি অনন্য আয়োজনের অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ইমপ্যাক্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মনসুর আহমেদ চৌধুরী, সাইটসেভার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও এবং সিবিএম গ্লোবাল ডিসঅ্যাবিলিটি ইনক্লুশনের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ জাহিদুর রহমান। 

ডিসঅ্যাবলড ওয়েলফেয়ার সোসাইটির নির্বাহী পরিচালক মর্জিনা আহমেদ বলেন, ‘বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিরা, বিশেষত দৃষ্টিপ্রতি ব্যক্তিরা, খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ খুবই সীমিত পায়। এই দাবা প্রতিযোগিতার মাধ্যমে আমরা তাদের অসাধারণ সম্ভাবনা তুলে ধরতে এবং খেলাধুলায় তাদের অন্তর্ভুক্তি বাড়ানোর দাবি জানাতে চেয়েছি।’

প্রতিযোগিতার এক বিজয়ী বাপ্পি সরকার বলেন, ‘আমি এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে অত্যন্ত আনন্দিত। এটি আমাদের প্রতিভা প্রদর্শন এবং অন্যদের সঙ্গে সংযোগ স্থাপনের একটি দারুণ সুযোগ। এমন একটি অন্তর্ভুক্তিমূলক আয়োজন করার জন্য আমি সমতার বাংলাদেশ ক্যাম্পেইন এবং ডিসঅ্যাবলড ওয়েলফেয়ার সোসাইটিকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

অনুষ্ঠানে তিন জন জয়ী এবং একজন সেরা নারী দাবাড়ুকে আর্থিক পুরস্কার দেওয়া হয়।

/জেডএ/এমকেএইচ/
সম্পর্কিত
‘প্রতিবন্ধী নাগরিকদের সুরক্ষায় আইনি কাঠামো হলেও বাস্তবে প্রতিফলন ঘটেনি’
পুলিশের বাধার মুখে কদম ফোয়ারা মোড়ে শুয়ে পড়েছেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা
হাইকেয়ার স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে শ্রবণ যন্ত্র
সর্বশেষ খবর
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’