রাজধানীতে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর কাওলা রেলগেটে ও ক্যান্টনমেন্ট স্টাফ রোড এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রশিদ ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ (রবিবার) সকালে কাওলা রেলগেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া সোনার বাংলা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে প্রাণ হারান অংকিতা মজুমদার। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
তিনি আরও বলেন, অংকিতা ৬ বছর আগে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে নয়ন ইসলামকে বিয়ে করেন। চাকরির সুবাদে তার স্বামী বিভিন্ন স্থানে অবস্থান করেন।
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার উসমানপুর গ্রামের মো. উজ্জ্বল মজুমদারের মেয়ে অংকিতা। স্বামী নয়ন ইসলাম। বর্তমানে উত্তরার ১৩ নম্বর সেক্টর ১৮ নম্বর রোডে ভাড়া বাসায় থাকতেন।
অপরদিকে, সকাল সাড়ে ৫টার দিকে ক্যান্টনমেন্ট স্টাফ রোড এলাকায়, বিমানবন্দর থেকে ছেড়ে আসা কমলাপুরমূখী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ৬০ বছর বয়সী এক নারী মারা যান। পুলিশের ধারণা ওই নারী ভিক্ষাবৃত্তি করতেন। তার পরনে ছিল কালো বোরকা, ছাপা শাড়ি।