X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

দাবি মানা না হলে ঢাবির বাস আটকে দেওয়া ও থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২৫, ১৯:৫৯আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০২:৪৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থার দায়ে ঢাবির প্রো-ভিসির পদত্যাগ এবং ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবের ওপর মামলার ঘটনায় নিউ মার্কেট থানার পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নেওয়াসহ বাকি দাবি আগামী ২৪ ঘণ্টার মধ্যে মেনে নিতে হবে। তা না হলে নিউ মার্কেট থানা ঘেরাও এবং সাত কলেজের সামনে দিয়ে ঢাবির বাস চলতে দেওয়া হবে না।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষে এই হুঁশিয়ারি দেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ঢাকা কলেজ প্রাঙ্গণে সাংবাদিকদের তারা এসব কথা জানান।

ঢাকা কলেজের শিক্ষার্থী মইনুল ইসলাম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাত কলেজের শিক্ষার্থীদের ওপর অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। আমরা এই সশস্ত্র হামলার তীব্র নিন্দা জানাই। বিষয়টি সমাধানের জন্য সকালে আমরা শান্তিপূর্ণ সংবাদ সম্মেলন করেছিলাম। সেখানে আমরা ছয় দফা উত্থাপন করি। সেখানে একটি দাবি ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্তি বাতিল করে সাত কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আমলে নেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়েছে। এর জন্য তাদের আমরা সাধুবাদ জানাই।’

তিনি বলেন, ‘এখনও আমাদের পাঁচটি দাবি বাকি আছে। আমাদের এই দাবিগুলো মেনে নেওয়ার কোনও প্রক্রিয়া কর্তৃপক্ষ থেকে নেওয়া হয়নি। এর মধ্যে রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইডেন ও বদরুন্নেসাসহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গি করেছেন। এর দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে।’

মাইনুল ইসলাম বলেন, ‘আমাদের আরেকটি দাবি হলো- হত্যার উদ্দেশ্যে রাকিবের ওপর হামলা করেছে নিউ মার্কেট থানা পুলিশ। এই হামলার সঙ্গে জড়িত এসি, ওসিসহ সবাইকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।’

ঢাবির প্রো-ভিসির পদত্যাগের দাবি জানিয়ে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজকে মুখোমুখি অবস্থায় নিয়ে আসার দায় প্রো-ভিসির। ২৪ ঘণ্টার মধ্যে এই প্রো-ভিসিকে পদত্যাগ করতে হবে।’

ঢাকা কলেজের এই শিক্ষার্থী বলেন, ‘এসব দাবি মেনে না নেওয়া হলে আমরা নিউ মার্কেট থানা ঘেরাও করবো। পাশাপাশি ঢাকা কলেজসহ সাত কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনও যানবাহন যাবে না। বাস যেতে দেবো না।’

তিনি বলেন, ‘আমরা আশা করি দ্রুত সরকারের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করবে এবং বিষয়টির শান্তিপূর্ণভাবে সমাধান করা হবে। আমরা কোনও সংঘাত চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কোনও সংঘাত নাই। আমরা মূলত একটা প্রশাসনিক জটিলতার বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করে আসছিলাম। কিন্তু তারা তা আমলে নেয়নি, তাই আমাদের এই কর্মসূচি।’

এর আগে, শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসে ঢাকা কলেজ কর্তৃপক্ষ। সেখানে ঢাবি প্রশাসনের সঙ্গে বসা বৈঠকের বিষয় তুলে ধরা এবং অধিভুক্ত ব্যবস্থা বাতিলের কথা বলা হয়। কিন্তু প্রো-ভিসির পদত্যাগ ও নিউ মার্কেট থানার পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহারের বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়ার আশ্বাস না পাওয়ায় ঢাকা কলেজ শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন।

/জেডএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
ডাকসুর গঠনতন্ত্র সংস্কার: ‘গুরুত্ব পায়নি’ ছাত্র সংগঠনগুলোর প্রস্তাবনা
উত্তরায় ঢাবির বাস ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৫
উত্তরায় ঢাবির বাসে হামলা, ছাত্র সংগঠনগুলোর নিন্দা
সর্বশেষ খবর
ডিএমপির প্রসিকিশন বিভাগের দুর্নীতি ৭ কর্ম দিবসের মধ্যে তদন্তের নির্দেশ
ডিএমপির প্রসিকিশন বিভাগের দুর্নীতি ৭ কর্ম দিবসের মধ্যে তদন্তের নির্দেশ
বিবারের বিষণ্নতার কারণ সেলেনার গান!
বিবারের বিষণ্নতার কারণ সেলেনার গান!
তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া: আপিল বিভাগে তথ্য-প্রমাণ দাখিল
তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া: আপিল বিভাগে তথ্য-প্রমাণ দাখিল
নানা কারণে স্থবির খাগড়াছড়ির পর্যটন, ক্ষতির মুখে হোটেল ও পরিবহন
নানা কারণে স্থবির খাগড়াছড়ির পর্যটন, ক্ষতির মুখে হোটেল ও পরিবহন
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!