সোমবার (১৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে সচিবালয়ের সামনের সড়ক ছেড়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। পরে সন্ধ্যা সাড়ে ছয়টায় সেখান থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশে রওনা হন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে এ কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের দাবির প্রতি ইতিবাচক। অন্যায়ভাবে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পরিবার গত ১৬ বছর যাবত মানবেতর জীবনযাপন করে আসছিল। তাদের বিষয়টি দেখার জন্য সংস্কার কমিশনের কাছে একটি স্মারকলিপি পাঠাবো। যদি কমিশনের এখতিয়ার না থাকে তাহলে এর জন্য অতিরিক্ত একটি কমিটি গঠন করে দেবেন।
সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যদের কথা উল্লেখ করে তিনি বলেন, হত্যাকাণ্ডের ফলে বিভিন্নভাবে সাজাপ্রাপ্ত হয়েছেন বিডিআর সদস্যরা। তাদের বিষয় নিয়ে তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য এই কমিশন কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। ছাত্র প্রতিনিধি দলসহ যে দলটি সচিবালয়ে গিয়েছিলাম এই বিষয়গুলো (দাবি) নিয়ে আগামী সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের সাথে কথা বলবেন। সে পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন তিনি। এই সরকারের সকল উপদেষ্টা আপনাদের প্রতি সহানুভূতিশীল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে সকল নেতারা আপনাদের সাথে সংহতি প্রকাশ করেছেন।
খাদ্য অধিদফতরের সামনের সড়ক বন্ধ থাকায় জনদুর্ভোগ হচ্ছে। আমরা সবাই এখন শহীদ মিনারে অবস্থান করবো।
এর আগে, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে ৬ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন বিডিআর কল্যাণ পরিষদ।
আরও পড়ুন: