X
রবিবার, ১৬ মার্চ ২০২৫
২ চৈত্র ১৪৩১

৭২ ঘণ্টার মধ্যে কবি গালিবকে মুক্তির দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২২আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৭

কবি সোহেল হাসান গালিবকে ৭২ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন কবি, লেখক, শিল্পী ও সচেতন নাগরিকরা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় অমর একুশে বইমেলা প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কবি চঞ্চল আশরাফ বলেন, ‘যে দেশে কবিদের অসম্মান করা হয়, সে দেশে কি মানুষ বসবাস করতে পারে? তিনি তো চুরি বা ডাকাতি করেননি, তবুও কেন তাকে রিমান্ডে নেওয়া হলো? কবি গালিবকে সসম্মানে আমাদের মাঝে ফেরত চাই।’

অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস বলেন, ‘এটি নিছক কোনও ঘটনা নয়, এর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। কবির লেখার বিভিন্ন ব্যাখ্যা হতে পারে, কিন্তু তাকে জিজ্ঞাসা করা যেতো, তিনি কী বোঝাতে চেয়েছেন। তা না করে তাকে জেলে পাঠানো হয়েছে, যা ন্যায়সংগত নয়।’

কবি রাজু আলমগীর বলেন, ‘গালিবের সঙ্গে যা করা হচ্ছে, তা নতুন কিছু নয়। রাষ্ট্র কবিকে গ্রেফতার করতে পারে, কিন্তু তার চিন্তাকে দমিয়ে রাখতে পারে না। গালিবকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। কিন্তু রাষ্ট্র কি কখনও নির্ধারণ করেছে ধর্মীয় অনুভূতির সীমা কী? তিনি কোনও ধর্মকে আঘাত করেননি। রাষ্ট্র কবিতা না বুঝতে পারে, কিন্তু মানুষের মনের ভাষাও কি বোঝে না?’

সাংবাদিক ও লেখক এহসান মাহমুদ বলেন, ‘ফেব্রুয়ারি ভাষার মাস, আর এই মাসেই লেখকদের আটক করা হচ্ছে। এটি আসলে রাষ্ট্রকে মৌলবাদী চরিত্রে প্রতিস্থাপনের একটি চেষ্টা। এই সরকার কীভাবে এই ফাঁদে পা দিলো, সেটাই আশ্চর্যের বিষয়।’

‘আদর্শ’ প্রকাশনীর প্রকাশক মাহাবুব বলেন, ‘এই সরকার আমাদের, গালিবও আমাদের, তাহলে আমরা কার বিরুদ্ধে দাঁড়াবো? আমি সরকারের তিন জন উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু তারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন বলে মনে হয়নি। কেউ যেন মনে না করে, একজন কবিকে আটকে রাখলে কিছু আসে যায় না। আমরা যদি ৭২ ঘণ্টার মধ্যে গালিবকে মুক্ত না পাই, তাহলে পেন ইন্টারন্যাশনালসহ আরও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে যাবো।’

কবি ও সাংবাদিক জুয়েল মাজহার বলেন, ‘আমি গালিবকে ধর্মপ্রাণ মানুষ হিসেবে চিনি। তিনি নবীর উদারতা নিয়ে অনেকবার লিখেছেন। রাষ্ট্র যেন কবির ভাষাকে সরলীকরণ না করে।’

কবি ধ্রুব সাদিক বলেন, ‘পুলিশকে কে বললো গালিবকে তুলে আনতে? তারা কি কবিতাটি পড়েছে? যদি না পড়ে থাকে, তাহলে তো ভুল সিদ্ধান্ত। গালিব কবিতায় নবীকে অবমাননা করেননি।’

কবি মৌ বলেন, ‘লেখার বিরুদ্ধে লেখা হতে পারে, নাটকের বিরুদ্ধে নাটক হতে পারে, সিনেমার বিরুদ্ধে সিনেমা হতে পারে। কিন্তু মামলা-মব হামলার মাধ্যমে যদি দমননীতি চালানো হয়, তাহলে সেটি কি গণতান্ত্রিক রাষ্ট্র থাকে?’

মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে সোহেল হাসান গালিবকে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার একটি দল। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ তার দুই রিমান্ডের আদেশ দেন।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
কারিকুলামের সংকট নিরসনে জাতীয় শিক্ষক ফোরামের ৬ দাবি 
সচিবালয় ও শাহবাগসহ যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের রাস্তা থেকে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
রাঙামাটিতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি, নিহত ১
রাঙামাটিতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি, নিহত ১
আবরার ফাহাদ হত্যা মামলা: ২০ আসামির মৃত্যুদণ্ড বহাল
আবরার ফাহাদ হত্যা মামলা: ২০ আসামির মৃত্যুদণ্ড বহাল
হাসপাতালে এ আর রহমান
হাসপাতালে এ আর রহমান
ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল-রিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২
ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল-রিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২
সর্বাধিক পঠিত
ছাত্রলীগের বিদ্রোহী অংশ বের না হলে আন্দোলন কঠিন হতো: নাহিদ ইসলাম
ছাত্রলীগের বিদ্রোহী অংশ বের না হলে আন্দোলন কঠিন হতো: নাহিদ ইসলাম
জামায়াতের ইফতারে যারা অংশ নিলেন
জামায়াতের ইফতারে যারা অংশ নিলেন
ডিবি হেফাজতে ‘শীর্ষ সন্ত্রাসী’ এজাজের মৃত্যুর অভিযোগ, পুলিশের অস্বীকার
ডিবি হেফাজতে ‘শীর্ষ সন্ত্রাসী’ এজাজের মৃত্যুর অভিযোগ, পুলিশের অস্বীকার
আমাদের কথা শোনা বন্ধের পরই বিএনপির পতন শুরু, ড. ইউনূসকে রক্ত দিয়ে নির্বাচিত করা হয়েছে
যশোরে ফরহাদ মজহারআমাদের কথা শোনা বন্ধের পরই বিএনপির পতন শুরু, ড. ইউনূসকে রক্ত দিয়ে নির্বাচিত করা হয়েছে
মাগুরার সেই শিশুর বোনের শ্বশুরের দায় স্বীকার
মাগুরার সেই শিশুর বোনের শ্বশুরের দায় স্বীকার