মেট্রোরেল লাইন-১ নির্মাণ কাজের কারণে পূর্বাচল এক্সপ্রেসওয়ে সড়কের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ার আশঙ্কার বিষয়ে যে প্রশ্ন উঠেছে, তার ব্যাখ্যা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকল্পের নকশা প্রণয়নের সময় থেকেই সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হয়েছে এবং সড়কের কোনও বড় ধরনের ক্ষতি ছাড়াই উড়াল মেট্রোরেল নির্মাণ সম্ভব হবে।
ডিএমটিসিএল জানিয়েছে, পূর্বাচলে ৩০০ ফুট এক্সপ্রেসওয়ের ওপরে নির্মিয়মাণ উড়াল মেট্রোরেলের পিলারগুলো সড়কের বিভাজকের ওপর স্থাপিত হবে, যাতে যান চলাচলে কোনও বাধা সৃষ্টি না হয়। একইসঙ্গে এলিভেটেড স্টেশনগুলোর নকশাও এমনভাবে করা হয়েছে, যাতে সড়কের মূল অংশ ক্ষতিগ্রস্ত না হয়।
বিবৃতিতে আরও জানানো হয়, নির্মাণ কাজের সময় যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সড়ক বিভাজকের দুই পাশে সাময়িকভাবে একটি করে লেন বন্ধ রাখা হতে পারে। তবে এতে যানজট সৃষ্টি বা চলাচলে বড় কোনও সমস্যা হবে না। যেকোনও সামান্য ক্ষতি হলে কাজ শেষে তা সংস্কার করা হবে।
মেট্রোরেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, প্রকল্পের সম্ভাব্যতা যাচাই এবং নকশা চূড়ান্ত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে একাধিকবার আলোচনা ও সমন্বয় করা হয়েছে। ফলে ৩০০ ফুট পূর্বাচল এক্সপ্রেসওয়েতে মেট্রোরেল নির্মাণের কারণে সড়কের স্থায়ী কোনও ক্ষতি হবে না।