হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এজাহারনামীয় পলাতক আসামি মো. নবীন হোসেনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান।
তিনি জানান, যশোরের তদন্তাধীন যশোর কোতয়ালী থানার একটি প্রতারণার মামলায় আসামি নবীন হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিল। মামলার তদন্তে উঠে আসে, তিনি অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর, আমেরিকাসহ ইউরোপের বিভিন্ন দেশে ভালো চাকরির প্রলোভণ দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন।
তিনি আরও জানান, আজ (সোমবার) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বিদেশে পালানোর চেষ্টা করছিলেন বলে জানা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নবীন হোসেন সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।