X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

শিবির ট্যাগ দিয়ে নতুন ছাত্র সংগঠন থেকে এক শিক্ষার্থীকে বাদ দেওয়ার অভিযোগ 

ঢাবি প্রতিনিধি
০৭ মার্চ ২০২৫, ১০:২০আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১০:২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ‘শিবির ট্যাগ’ দিয়ে নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (৫ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং মাস্টারদা সূর্যসেন হলের আবাসিক ছাত্র মোস্তফা আহমদ। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটিতে আমার নাম দেখতে না পেয়ে প্রথমে সংগঠনের ঢাবি সংসদের আহ্বায়ক আব্দুল কাদেরের কাছে জানতে চাইলে তিনি বলেন, যাদের বিরুদ্ধে ছাত্রশিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে তাদের বাদ দেওয়া হয়েছে। পরে আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাবি শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসানকে এর কারণ জিজ্ঞাসা করি। তিনি আমাকে জানান, সার্চ কমিটির প্রধান হামজা মাহবুব তাকে ছাত্রশিবির ট্যাগ দিয়ে কমিটি থেকে তার নাম প্রত্যাহার করেছেন।’

মোস্তফা আহমদ বলেন, ‘অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক বন্দোবস্তে ইতিবাচক ছাত্ররাজনীতির লক্ষে সারা দেশে সংঘটিত বিভিন্ন বিষয়ে ক্যাম্পাসে মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ করেছি। সেই লক্ষে আগে কোনও রাজনৈতিক পরিচয় না থাকা সত্ত্বেও নতুন ধারার যে ছাত্ররাজনীতি আসার কথা ছিল, সেখানে অ্যাকটিভলি সংযুক্ত থেকেছি। নতুন বাংলাদেশে ছাত্ররাজনীতির ইতিবাচক পরিবর্তনের আশা নিয়ে সদ্য ঘোষিত ছাত্রসংগঠনের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত থেকেছি। কিন্তু এই কমিটি ঘোষণার পূর্ব মুহূর্তে আমাকে ছাত্রশিবির ট্যাগ দিয়ে নাম বাতিল করে দেয়।’

অভিযোগের বিষয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, ‘আমরা কমিটি দেওয়ার আগে সার্চ কমিটি গঠন করেছিলাম। সার্চ কমিটি তার অনলাইন ও অফলাইন কার্যক্রম পর্যবেক্ষণ করে তাকে শিবির সন্দেহ করে। যার কারণে তাকে কমিটিতে রাখা হয়নি।’

/এমকেএইচ/
সম্পর্কিত
ডাকসুর গঠনতন্ত্র সংস্কার: ‘গুরুত্ব পায়নি’ ছাত্র সংগঠনগুলোর প্রস্তাবনা
রাবি উপাচার্যের আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত, নতুন অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত
উত্তরায় ঢাবির বাস ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৫
সর্বশেষ খবর
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
ঢাকার দুই সিটিকে একীভূত করার যৌক্তিকতা কী
ঢাকার দুই সিটিকে একীভূত করার যৌক্তিকতা কী
চেন্নাইয়ের বিপক্ষে বেঙ্গালুরুর ২ রানের শ্বাসরুদ্ধকর জয়
চেন্নাইয়ের বিপক্ষে বেঙ্গালুরুর ২ রানের শ্বাসরুদ্ধকর জয়
রসিদ দিয়ে যানবাহন থেকে চাঁদাবাজি, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
রসিদ দিয়ে যানবাহন থেকে চাঁদাবাজি, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন