X
বুধবার, ০৭ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

‘সাবেক কাউন্সিলরদের পৃষ্ঠপোষকতায় মিনি ক্যান্টনমেন্টে রূপ নিয়েছিল জেনেভা ক্যাম্প’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ মার্চ ২০২৫, ১৭:৪৪আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১৭:৪৪

মোহাম্মদপুর এলাকার সাবেক কাউন্সিলর আসিফ ও রাজিবের পৃষ্ঠপোষকতা ও লালন পালনের কারণে জেনেভা ক্যাম্প একটা মিনি ক্যান্টনমেন্টে রূপ নিয়েছিল বলে জানিয়েছেন র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার। 

রবিবার (৯ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিগত সময়ে কিশোর গ্যাংয়ের গ্রেফতার সদস্যদের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে জানতে চাইলে খালিদুল হক হাওলাদার বলেন, যারা কিশোর গ্যাং, ছিনতাই করে তাদের রাজনৈতিক পরিচয় আমরা সেভাবে পাইনি। তবে এদের যারা পরিচালনা করে, তারা রাজনৈতিকভাবে আশ্রয় পেয়ে থাকে। তারা যদি আশ্রয় না পেতো তাহলে অপরাধ জগতের সঙ্গে তাদের আত্মপ্রকাশ হতো না।

সম্প্রতি কিশোর গ্যাং সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছে। এর পেছনে মোহাম্মদপুরের সাবেক সরকার দলীয়রা কলকাঠি নাড়ছেন কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মোহাম্মদপুরের কাউন্সিলর আসিফ ও রাজিব, এদের পৃষ্ঠপোষকতা ও লালন পালনের কারণে জেনেভা ক্যাম্প একটা মিনি ক্যান্টনমেন্টে রূপ নিয়েছিল। আমরা সেই জেনেভা ক্যাম্পকে গুড়িয়ে দিয়েছি। এখন জেনেভা ক্যাম্পে কোনও গডফাদার নেই। আগে জেনেভা ক্যাম্পে সাধারণ মানুষ ঢুকতে সাহস পেতো না। আমরা সেই জেনেভা ক্যাম্প এখন উন্মুক্ত করে দিয়েছি। যে কেউ যেকোনও সময় জেনেভা ক্যাম্পে যেতে পারবেন। কোনও অসুবিধা নেই। তবে এখনও মাদক আছে। এটা আমাদের অবজারভেশনে আছে। আমরা যেকোনও সময়ে এটার ব্যবস্থা নিবো।

তিনি বলেন, মোহাম্মদপুর, আদাবর, বসিলা কেন্দ্রিক যারা রাজনৈতিক পরিচয়ে নেতা ছিল, তাদের পৃষ্ঠপোষকতায় এই কিশোর গ্যাংগুলো আজকে এতো বেপরোয়া হয়েছে। কিশোর গ্যাংগুলো তারা লালন-পালন করেছেন। তাদের ছত্রছায়ায় এরা বড় হয়েছে। তাদের পরিচয়ে এরা পরিপূর্ণতা লাভ করেছে। তারা পালিয়ে যাওয়ার কারণে গ্যাংগুলো বেপরোয়াভাবে এলাকায় আধিপত্য বিস্তার করছে।

সাবেক কাউন্সিলররা বা কেউ এদের ইন্ধন যোগাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে র‍্যাবের এই কর্মকর্তা বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা আগে একটা পরিচয়ে বড় হয়েছে সুতরাং তাদের ইন্ধন অবশ্যই থাকতে পারে। যেহেতু একটা ছত্রছায়ায় তারা লালন-পালন হয়েছে সুতরাং সেই ইনফুলেন্সটা কাজে লাগাতে পারে।

/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
সিগারেটে করারোপের ধারা বাজেটে অব্যাহত রাখার আহ্বান
মালদ্বীপের প্রেসিডেন্টের ১৫ ঘণ্টার ম্যারাথন সংবাদ সম্মেলন
কিশোর গ্যাং-এ সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব: কথা-কাটাকাটির জেরে কিশোর খুন
সর্বশেষ খবর
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
ভারত ও যুক্তরাজ্যের ‘ঐতিহাসিক’ বাণিজ্য চুক্তি, কমবে শুল্ক
ভারত ও যুক্তরাজ্যের ‘ঐতিহাসিক’ বাণিজ্য চুক্তি, কমবে শুল্ক
শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে বিগত সরকার: হাবিবুর রহমান
শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে বিগত সরকার: হাবিবুর রহমান
আকু পরিশোধের পরও রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের ওপরে
আকু পরিশোধের পরও রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের ওপরে
সর্বাধিক পঠিত
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
৩০ পেরোনোর পর বলিরেখা আটকাতে এই ৫ টিপস মেনে চলা জরুরি
৩০ পেরোনোর পর বলিরেখা আটকাতে এই ৫ টিপস মেনে চলা জরুরি