X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

নারীর প্রতি নির্যাতন বৃদ্ধিতে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ মার্চ ২০২৫, ১৮:৫৩আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১৮:৫৩

সারা দেশে কন্যাশিশু ‍ও নারীর ওপর নির্যাতন-নিপীড়নের মাত্রা বাড়ছে। নির্যাতনকারীদের শাস্তি না হওয়ায় এ ধরনের ঘটনা ক্রমশ বাড়ছে, যা আমাদের উদ্বিগ্ন ও ক্ষুব্ধ করে তুলছে বলে জানিয়েছে ‘জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম’। রবিবার (৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়।  

জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম-এর ২০৬টি সদস্য সংগঠনের পক্ষে বিবৃতিতে সই করেছেন ফোরামের সভাপতি বদিউল আলম মজুমদার এবং সহ-সভাপতি শাহীনা আক্তার ডলি।

জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম মনে করে, যেকোনও প্রকারের নারী নির্যাতনের ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি, মামলা করতে না দেওয়া বা আপসের জন্য অপরাধীদের পক্ষ থেকে চাপ প্রয়োগ, সুষ্ঠু ও দ্রুত তদন্ত না হওয়া, সামাজিক লোকলজ্জা ও ভীতি, ইত্যাদি কারণে এ ধরনের অপরাধের শিকার ভুক্তভোগীরা ন্যায়বিচার পাচ্ছেন না। যে কারণে শহর-গ্রামে বয়স্ক নারী, তরুণী হতে কন্যাশিশুরাও নির্যাতন-নিপীড়ন-ধর্ষণ থেকে রেহাই পাচ্ছেন না।

এতে বলা হয়, মাগুরার এক কন্যাশিশু, যার বয়স মাত্র আট বছর, সেও ধর্ষণ থেকে রেহাই পায়নি। ধর্ষণ ও হত্যাচেষ্টার ফলে শিশুটি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এ ঘটনায় শুধু ওই কন্যাশিশুই নন, তার দরিদ্র পরিবারও মানসিকভাবে বিপর্যস্ত। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম-এর পক্ষ থেকে আমরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ধর্ষণের শিকার ওই কন্যাশিশুর সর্বোচ্চ মানসম্পন্ন চিকিৎসা, তার পরিবারের প্রয়োজনীয় নিরাপত্তা এবং দোষীদের যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। শুধু মাগুরার কন্যাশিশুই নয়, যেকোনও নারী ও কন্যাশিশুর প্রতি যৌন সহিংসতা, ধর্ষণ বা অন্য যেকোনও ধরনের নিপীড়নকে গুরুত্বসহকারে দেখা এবং এসব ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবিও জানাচ্ছি। আমাদের বিশ্বাস, নারী নির্যাতনের ঘটনায় অপরাধীদের কঠিন শাস্তি ও ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা গেলে নির্যাতন-নিপীড়ন ও যৌন হয়রানির ঘটনা কমে আসবে।

বিবৃতিতে আরও বলা হয়, মাগুরার আট বছরের কন্যাশিশুকে ধর্ষণের ঘটনায় ইতোমধ্যে অপরাধীরা আটক হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু এ ঘটনায় অপরাধীদের যথাযথ শাস্তি দেওয়ার মাধ্যমেই ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব বলে আমরা মনে করি। এছাড়া সারা দেশে নারী নির্যাতন ও হয়রানির যেসব ঘটনা ঘটছে সেগুলোর সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। আমরা দ্রুততম সময়ের মধ্যে সর্বক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে দ্রুত ‘যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার আইন’ পাশ করার দাবি জানাচ্ছি। সব সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর অধিকার সুরক্ষায় সোচ্চার হওয়ার জন্য।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার দুই যুবক
শহীদকন্যার ধর্ষণের ডাক্তারি প্রতিবেদনে ৩ জনের আলামত, গ্রেফতার হয়নি ‌‘মূলহোতা’
মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ-হত্যা মামলায় ৩ চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ
সর্বশেষ খবর
বিভিন্ন অভিযোগে রাজধানীতে ১১ জন গ্রেফতার
বিভিন্ন অভিযোগে রাজধানীতে ১১ জন গ্রেফতার
পাকিস্তানকে দেওয়া ঋণ পর্যালোচনা করতে আইএমএফকে ভারতের অনুরোধ
পাকিস্তানকে দেওয়া ঋণ পর্যালোচনা করতে আইএমএফকে ভারতের অনুরোধ
যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার
যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার
কোচিং থেকে বিরতি নেবেন গার্দিওলা!
কোচিং থেকে বিরতি নেবেন গার্দিওলা!
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে