হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখার ইফতার মাহফিল বুধবার (১২ মার্চ) জামিয়া মাদানিয়া বারিধারা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভা উদ্বোধন করেন হেফাজতের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক।
এতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের শিল্প ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ, হেফাজতের নায়েবে আমির মাওলানা আরশাদ রহমানী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা হেলাল উদ্দীন, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা কাজী ইব্রাহীম, ড. মাওলানা ঈসা শাহেদী, হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা জালালুদ্দিন আহমাদ, মুফতি মুনির হুসাইন কাসেমী, মুফতি সাখাওয়াত হুসাইন রাজী, মুফতি বশিরুল্লাহ, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা নূর হুসাইন নূরানী, মাওলানা মুসা বিন ইজহার, মুফতি জাকির হুসাইন কাসেমী, মুফতি রেজাউল করিম আবরার, মাওলানা ফজলে বারি মাসুদ, মুফতি কিফায়াতুল্লাহ আজহারী, মুফতি জাবের কাসেমী, গাজী ইয়াকুব উসমানী, মুফতি কামাল উদ্দীন, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা রাশেদ বিন নূর প্রমুখ।