রাজধানীর পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে ২০টি প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মীর হাফিজুর রহমানকে (৪৫) গ্রেফতার এলিট ফোর্স র্যাব-৩।
সোমবার (১৭ মার্চ) র্যাব ৩-এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, র্যাব-৩ এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১৭ মার্চ) পৌনে সাতটার দিকে পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে মীর হাফিজুর রহমানকে গ্রেফতার করে।
গ্রেফতার আসামি মীর হাফিজুর রহমান বাবার নাম জয়নাল আবেদীন এবং তার বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর থানার চিথলিয়া গ্রামে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মীর হাফিজুর রহমান দীর্ঘদিন ধরে আর্থিকভাবে সচ্ছল মানুষদের লক্ষ্য করে তাদের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে আর্থিক লেনদেন করে আসছিলেন। তিনি গ্রাহকদের কাছে মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা গ্রহণ করতেন, কিন্তু মুনাফা দিতে দেরি হলে মোবাইল ফোনের মাধ্যমে সময়ক্ষেপণ করতেন এবং পরে গ্রাহকরা তাদের টাকা ফেরত চাইলে তিনি নিজেকে আত্মগোপন করতেন।
ভুক্তভোগীরা যখন তার বিরুদ্ধে মামলা করতে বাধ্য হয়, তখন কুষ্টিয়া জেলার মিরপুর থানায় একাধিক প্রতারণা ও চেক জালিয়াতির মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে তিনি দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন।
গ্রেফতার আসামি মীর হাফিজুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।